নিজের প্রথম মৌসুমে বার্সেলোনায় তিনটি শিরোপা জেতা হান্সি ফ্লিকের নজর এবার আরও উঁচুতে। ২০১৫ সালের পর প্রথমবার কাতালান ক্লাবটিতে আনতে চান চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এক দশকের অপেক্ষার অবসান ঘটাতে এবার ইউরোপ সেরার মঞ্চে লড়াইয়ের প্রতিশ্রুতি দিলেন বার্সেলোনা কোচ।
অক্টোবরফেস্ট উদযাপনের অংশ হিসেবে বৃহস্পতিবার বার্সেলোনায় একটি ডিনারে অংশ নেন ফ্লিক। প্রধান অতিথি হিসেবে কথা বলার সময় তিনি দলকে সাফল্যের পথে রাখতে চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বললেন।
“আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য লড়াই করব। গত মৌসুম ছিল আমার জীবনের সেরা। সত্যি বলতে এটা সহজ নয়। গত মৌসুমে বাসে করে বার্সেলোনার রাস্তায় প্যারেড (লিগ ও কাপ শিরোপা উদযাপন উপলক্ষে) করার অনুভূতি ছিল অবিশ্বাস্য। আশা করি, এই বছরও সেটার পুনরাবৃত্তি হবে, তবে এটা সহজ নয়।”
“আমরা আমাদের সেরাটা দেব, তবে সহজ নয়। যদি সেটা ঘটে, আমি খুব খুশি হব।”
গত মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও সুপার কাপ জিতেছিল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে তাদের যাত্রা শেষ হয় সেমি-ফাইনালে। এবার আরও এগিয়ে শিরোপা জিততে চান জার্মান কোচ ফ্লিক।
“বায়ার্ন মিউনিখের হয়ে আমার সবচেয়ে বিশেষ দিন ছিল, যখন আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলাম। সেটা ছিল অসাধারণ। বার্সেলোনার সবাইও সেটা চায়, আমরা চাওয়া পূরণের জন্য লড়াই করব। সহজ হবে না, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা লড়াই করব।”
চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে প্রথম ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে বার্সেলোনা। রোববার লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে খেলতে নামবে তারা। ৭ ম্যাচে ৬ জয়ে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে শিরোপাধারীরা।
এমআর/টিকে