এনসিপির যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা শাপলা প্রতীক না পেলে ইসির সামনে বেগুন-বালতি নিয়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। মিশমা বলেন, শাপলা প্রতীক নিয়ে ইসির কাছে আমরা ব্যাখ্যা জানতে চাইলে তিনি আমাদেরকে ব্যাখ্যা দিতে বাধ্য নয় বলে জানান। আমি জানতে চাই, যদি ইসি জনগণের কাছে ব্যাখ্যা না দিতে পারেন তাহলে আপনার অধীনে সুষ্ঠু নির্বাচন জনগণ কিভাবে আশা করবে?
এনসিপির এই নেত্রী আরো বলেন, এনসিপির মার্কা শাপলা, শুধু শাপলা আর কোনো কিছু না। একটি রাজনৈতিক দলের মার্কা একটি অর্থবহ হয় সেখানে ইসি আমাদেরকে বেগুন-বালতি এইসব মার্কা দেখাচ্ছে।
একটি রাজনৈতিক দলের মার্কা কখনো বেগুন বা বালতি হতে পারে না। যদি ইসি শাপলা না দেয় তাহলে আমরা ইসির সামনে বেগুন আর বালতি নিয়ে আন্দোলনে নামব।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি নগরের বিপ্লব উদ্যান থেকে আনন্দ মিছিল বের করে। মিছিলটি জিইসি প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।
সমাবেশে মিশমা উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় মিছিলে আরো উপস্থিত ছিলেন- জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক শাহরিয়ার রিজভী শুভ, এনসিপি চট্টগ্রাম মহানগর যুগ্ম সমন্বয়কারী জসিম উদ্দিন ওপেল, মহানগর সদস্য সাহেদ ইকবাল চৌধুরী, সৈয়দ এহসানুল হক, ড. মাহতাব আহমেদ, জাতীয় যুবশক্তির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব আজিজুল হাকিম দিগন্ত, মহানগর সংগঠক আবু তালেব জিকু, শ্রমিক উইং চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী মনসুর আজম, মহানগর সংগঠক মঈন উদ্দিন আল নোমান বকশিসহ আরো প্রমুখ।
ইউটি/টিএ