জাতিসংঘে ড. ইউনূসের অংশগ্রহণে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে: প্রেস সচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ বাংলাদেশের দায়িত্বশীল বৈশ্বিক ভূমিকা আরও শক্তিশালী করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি শুক্রবার (৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, নিউইয়র্কে অনুষ্ঠিত ইউএনজিএর উচ্চপর্যায়ের অধিবেশনে অধ্যাপক ইউনূস বাংলাদেশের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেন। সেখানে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে বক্তব্য দেন, বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং গণতন্ত্র, মানবিক নেতৃত্ব ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন।

শফিকুল আলম বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বাংলাদেশে গণতন্ত্র, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক শাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিয়ে তিনি আন্তর্জাতিক মহলকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত।

এবারের সফরে দেশের তিনটি রাজনৈতিক দলের ছয় প্রতিনিধি অধ্যাপক ইউনূসের সঙ্গে ছিলেন। তারা প্রবাসী কূটনীতিক, ব্যবসায়ী ও নেতাদের সঙ্গে বৈঠক করেন, যা গণতান্ত্রিক ঐক্যের শক্তিশালী বার্তা বহন করে।

বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অধ্যাপক ইউনূস ইতালি, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আলবেনিয়া, কসোভো ও ভুটানের নেতাদের সঙ্গে বৈঠক করেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউনিসেফ প্রধান ক্যাথরিন রাসেল, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাসহ অন্যান্য উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন।

শফিকুল আলম জানান, ড. ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নেন এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে বাংলাদেশের আঞ্চলিক ও বহুপাক্ষিক কূটনীতিতে ভূমিকা তুলে ধরেন।

রোহিঙ্গা সংকটেও বিশেষ গুরুত্ব দেন অধ্যাপক ইউনূস। তিনি নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর জোর দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহায়তার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে রোহিঙ্গাদের জন্য ৯৬ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে।

সরকারের জবাবদিহিতা ও উন্নয়নের অঙ্গীকার তুলে ধরে অধ্যাপক ইউনূস জাতিসংঘকে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের অগ্রগতি স্বাধীনভাবে মূল্যায়নের জন্য অনুরোধ জানান।

শ্রমবাজার সম্প্রসারণেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কসোভো, আলবেনিয়া ও ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বাংলাদেশের শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থানের সম্ভাবনা জাগিয়েছে, যা প্রবাসী আয়ের বৃদ্ধি ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করবে বলে জানান শফিকুল আলম।


আইকে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
'মায়ের অবিচল শক্তিই আমাকে জীবনে এগিয়ে নিয়ে গিয়েছে' Nov 20, 2025
img
লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা! Nov 20, 2025
img
মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে পুলিশের জন্য দেড় ঘণ্টা অপেক্ষা Nov 20, 2025
img
পেশির চোটে ২ সপ্তাহের জন্য ছিটকে গেলেন মিলিতাও Nov 20, 2025
img
৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত Nov 20, 2025
img
অভিনয়ই ছিল ভালোবাসা! নয়ডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাঙালি অভিনেত্রী Nov 20, 2025
img
বন্ধুত্বের বাস্তবতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী Nov 20, 2025
বাংলাদেশ সফরে দোভালকে আমন্ত্রণ ড. খলিলুরের Nov 20, 2025
নির্বাচনী বিধিমালা ও অন্যান্য বিষয়ে ইসি সানাউল্লাহর বক্তব্য Nov 20, 2025
জকসু নির্বাচনে জয় পেলে কী পরিবর্তন আনবে শিবিরের প্যানেল Nov 20, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 20, 2025
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সমাবেশকে ঘিরে উত্তেজনা Nov 20, 2025
আজহারীর মনোনয়নের বিষয়টি গুজব! Nov 20, 2025
সাইবার বুলিং নিয়ে নির্বাচন কমিশনের কাছে পপি রাণীর প্রশ্ন Nov 20, 2025
বিএনপির নির্বাচনী পোস্টারে জিয়া ও তারেকের ছবি নিয়ে আপত্তি তুলেছে এনসিপি Nov 20, 2025
ভিসা নিয়ে নতুন যেসব সিদ্ধান্ত নিল কুয়েত Nov 20, 2025
img
তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে চূড়ান্ত রায় আজ Nov 20, 2025
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায়: শচীন-ইমরান,ম্যাককলাম ও কুককে ছাড়ানোর পথে মুশফিক Nov 20, 2025
শতকে শতক থেকে মাত্র ১ রান দূরে মুশফিক Nov 20, 2025
মুশফিকের শততম টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি বুলবুল Nov 20, 2025