আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের অবস্থা সংকটপন্ন। তিনি এখন রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে আছেন। রোববার তার পরিবার এ তথ্য জানিয়েছে।
ঢাকার স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক জানিয়েছেন, তোফায়েল আহমেদের অবস্থা ‘ভালো নয়’। বার্ধ্যক্যজনিত নানা জটিলতা নিয়ে প্রায় ১০ দিন ধরে এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
তার স্বজনরা জানান, ৮২ বছর বয়সি এই নেতা ২৭ সেপ্টেম্বর থেকে চিকিৎসাধীন রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও তিনি এখনও বেঁচে আছেন।
তোফায়েলের জামাতা তৌহিদুজ্জামান তুহিন বলেন, ‘তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন। তার অবস্থার তেমন পরিবর্তন নেই। তার হৃদযন্ত্র কাজ করছে।’
তোফায়েলের মৃত্যু নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেন তিনি।
১৯৪৩ সালে ভোলায় জন্মগ্রহণকারী তোফায়েল আহমেদ ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন। সামরিক শাসনের বিরুদ্ধে ১৯৬৯ সালের অভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবে আবির্ভূত হন। ২৭ বছর বয়সে, ১৯৭০ সালে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
কর্মজীবনে তিনি নয়বার সংসদ সদস্য নির্বাচিত হন ও বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।
এমকে/টিকে