‘আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ?’

চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে আদালতে ক্ষোভ প্রকাশ করছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


সোমবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি বলেন, ‘আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ?’


এদিন কারাগার থেকে ডা. দীপু মনি ও সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে শাহবাগ থানার জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মাইনুল খান পুলক দীপু মনির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পাশাপাশি লালবাগ থানার শাওন সিকদার হত্যা মামলায় সোলায়মান সেলিমকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

সকাল সাড়ে ১০টায় পুলিশ প্রহরায় তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। প্রথমে দীপু মনির রিমান্ড শুনানি শুরু হলে তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম আদালতে বলেন, ‘দীর্ঘদিন হাজতে থাকায় তিনি অসুস্থ। নারী হিসেবে শারীরিক নানা সমস্যায় ভুগছেন। মামলার এজাহারে নাম ছাড়া কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই।’

পরে আদালতের অনুমতি নিয়ে দীপু মনি নিজেই বলেন, ‘গত মাসে আমি অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হয়েছিলাম, কিন্তু সব পরীক্ষা সম্ভব হয়নি। পরবর্তীতে অনুমতি নিয়েও পুলিশ স্কোয়াডের অভাবে হাসপাতালে নেওয়া হয়নি। আজও হাসপাতালে নেওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল আদালতে আনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে ৬০টির বেশি মামলা। কিন্তু আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পাই না। এক বছরে মাত্র তিনবার দেখা হয়েছে। অন্তত আদালতে আনা হলে যেন সেই দিনই আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়।’

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ‘কারা বিধি অনুযায়ী সাক্ষাতের সুযোগ রয়েছে। জেলগেটে সাক্ষাৎ করা সম্ভব। হাসপাতালে নেওয়ার বিষয়টি রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা।’

এ সময় ক্ষোভ প্রকাশ করে দীপু মনি বলেন, ‘সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন চিকিৎসার অভাবে মারা গেছেন। এখন আমাদের কি মরিয়া প্রমাণ করিয়া লাগবে আমরা অসুস্থ ছিলাম?’

আদালতে উপস্থিত আইনজীবীরা এ সময় বিভিন্ন মন্তব্য করলে পাশে থাকা সোলায়মান সেলিম বলেন, ‘এখানে লিগাল আর্গুমেন্ট হচ্ছে, সবাই কি রাষ্ট্রপক্ষের?’ উপস্থিত একজন আইনজীবী তখন বলেন, ‘গায়ে এখনো রক্তের দাগ লেগে আছে।’ প্রতিউত্তরে সোলায়মান সেলিম জবাব দেন, ‘তাই বলে কি আমরা চিকিৎসা পাব না?’

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাহবাগ থানার মামলায় দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর লালবাগ থানার শাওন সিকদার হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিমকে গ্রেফতার দেখানো হয়। সকাল ১১টার দিকে পুলিশ প্রহরায় তাদের আদালতের হাজতখানায় নেওয়া হয়।

আইকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট শুরু আজ Nov 21, 2025
img
বগুড়ায় হলুদ-মরিচের গুঁড়ায় কাপড়ের রং মিশিয়ে ভেজাল Nov 21, 2025
img
সশস্ত্র বাহিনী দিবস আজ Nov 21, 2025
img
ডিভোর্সি নারীর দ্বিতীয় বিয়ে নিয়ে খোলামেলা মতামত অনুরাধা মুখার্জির Nov 21, 2025
img
জীবনের পথচলায় সততাকেই মূল শক্তি বললেন অজয় দেবগন Nov 21, 2025
img
ইচ্ছে করেই ফুটবল নিয়ে স্লেজিং করেছি: আসিফ আকবর Nov 21, 2025
img
রজনীকান্তের নতুন সিনেমা 'থালাইভার ১৭৩' পরিচালনায় ধানুশ! Nov 21, 2025
img
এক সিনেমার জন্য প্রিয়াঙ্কার পারিশ্রমিক ৩০ কোটি! Nov 21, 2025
যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবনায় ইউক্রেনের জন্য কড়া শর্তাবলী Nov 21, 2025
সাড়ে তিন হাজার বছর পুরোনো নগরীর সন্ধান কাজাখস্তানে Nov 21, 2025
কিসের সন্ধানে আরব সাগরে কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান Nov 21, 2025
ভিসার সময় বাড়ানোয় ঝুঁকিতে ৫০ হাজার নার্স Nov 21, 2025
বন্ধ কূপে মিলল গ্যাস, উঠবে ২০ বিলিয়ন ঘনফুট Nov 21, 2025
নিউমুরিং টার্মিনাল চুক্তি স্থগিতের আদেশ হাইকোর্টের Nov 21, 2025
মানবিকতার নজির স্থাপন করলেন ঢাকাই নায়িকা বুবলী Nov 21, 2025
নেটিজেনদের উচ্ছ্বাস, জন্মদিনের একান্ত মুহূর্তে তারা-বীর Nov 21, 2025
‘জাব তাক হ্যায় জান’-এর ছায়ায় শাকিবের নতুন সিনেমা! Nov 21, 2025
img
ওমানের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতের শুভেচ্ছা Nov 21, 2025
img
মির্জা আব্বাসের আসনে লড়বেন আলোচিত সেই রিকশাচালক সুজন Nov 21, 2025
img
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া Nov 21, 2025