দীর্ঘ ১১ বছর পর বিগ ব্যাশে ফিরতে যাচ্ছেন মিচেল স্টার্ক। আসন্ন এই মৌসুমে তিনি খেলতে চলেছেন সিডনি সিক্সার্সের হয়ে। আগামী ১৪ ডিসেম্বর শুরু হচ্ছে বিগ ব্যাশের আসর। আর ফাইনাল হবে ২৫ জানুয়ারি। জানা গেছে অ্যাশেজ সিরিজ শেষে তিনি বিগ ব্যাশে যোগ দেবেন। অ্যাশেজ শেষ হবে ৮ জানুয়ারি।
গত দুই মৌসুমের মতো এবারও স্টার্ককে সিডনি সিক্সার্স দলে সাপ্লিমেন্টারি খেলোয়াড় হিসেবে দলে ভিড়িয়েছে। তবে এবারের পার্থক্য হলো-সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের কারণে টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে খেলার একটি বাস্তবসম্মত সুযোগ তৈরি হয়েছে স্টার্কের।
বিগ ব্যাশের প্রতিটি দলকে দুটি সাপ্লিমেন্টারি স্পট দেয়া হয়, যার মাধ্যমে তারা অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সীমিত সময়ের জন্য দলে নিতে পারে, এর ফলে মূল ১৮ জনের স্কোয়াডের কোনো জায়গা নষ্ট হয় না। বিগ ব্যাশে খেলার কথা নিজেই নিশ্চিত করেছেন স্টার্ক।
তিনি বলেন, 'বিগ ব্যাশে সিক্সার্সের নতুন ম্যাজেন্টা জার্সি গায়ে চড়ানোর অপেক্ষায় আছি। গত এক দশক ধরে আমি ক্লাবটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছি এবং সবকিছু ঠিকঠাক থাকলে এই গ্রীষ্মে মাঠে নামার জন্য উদগ্রীব। সিক্সার্স আমার হৃদয়ের খুব কাছের একটি দল। বিগ ব্যাশ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের স্মৃতিগুলো এখনো দারুণভাবে মনে আছে। আমার লক্ষ্য হলো আমাদের উচ্ছ্বসিত সমর্থকদের জন্য আরেকটি ট্রফি এনে দেয়া।'
স্টার্ক সর্বশেষ সিক্সার্সের হয়ে খেলেছিলেন ২০১৪ মৌসুমে। ১০ ম্যাচে দলটির হয়ে নিয়েছেন ২০ উইকেট। তিনি বিবিএলের প্রথম মৌসুমেও দলটির হয়ে খেলেছেন। সেবার ৬ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। সেই মৌসুমের ফাইনালে সিক্সার্স পার্থ স্কর্চার্সকে হারিয়ে উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন হয় সিক্সার্স।
২০১২ সালের চ্যাম্পিয়নস লিগেও সিক্সার্সের হয়ে খেলেছিলেন স্টার্ক। এমনকি দলটির সেরা বোলার ছিলেন তিনি, টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন এই অজি পেসার।
সিক্সার্সের জেনারেল ম্যানেজার র্যাচেল হেইন্স জানিয়েছেন, স্টার্ককে দলে নেয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি তারা।
তিনি এক বিবৃতিতে বলেন, 'নতুন বল হোক বা পুরোনো, দুটিতেই মিচের আক্রমণাত্মক সামর্থ্যের জুড়ি নেই। আমরা আশা করি, ফাইনালে পৌঁছানোর লড়াইয়ে সে হবে আমাদের গুরুত্বপূর্ণ অস্ত্র। সাম্প্রতিক বছরগুলোয় মাঠে না খেললেও মিচ ক্লাবের ঘনিষ্ঠ প্রতিনিধি হিসেবে ছিলেন, এবং আমরা আশা করি তার নেতৃত্ব মাঠের ভেতর-বাইরে বিশাল ভূমিকা রাখবে বিগ ব্যাশে।'
পিএ/এসএন