বক্স অফিসে ছবিগুলো খুব একটা সফল না হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জাহ্নবী কাপুর। পরপর কয়েকটি সিনেমা ব্যর্থ হওয়ার পরও তাঁর চাহিদা কমেনি, বরং বাড়ছে প্রতিনিয়ত। সর্বশেষ ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ নিয়ে ছিল বিপুল প্রত্যাশা, কিন্তু মুক্তির পর ছবিটি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। তবু এই ব্যর্থতা যেন জাহ্নবীর জনপ্রিয়তায় বিন্দুমাত্র প্রভাব ফেলেনি।
পরিচালক-বাবা বনি কাপুরের কঠোর সময়সূচি ও পরিকল্পনার মাধ্যমে জাহ্নবী এখন দক্ষিণ ভারতের বড় বড় প্রজেক্টেও জায়গা করে নিচ্ছেন। রাম চরণের ‘পেড্ডি’ এবং এনটিআরের ‘দেভারা টু’, দুটি উচ্চ বাজেটের তেলুগু ছবিতেই তিনি অভিনয় করছেন মুখ্য চরিত্রে। এর পাশাপাশি বিজ্ঞাপন দুনিয়াতেও তাঁর উপস্থিতি ঈর্ষণীয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিশাল অনুসারী, ফ্যাশন সেন্স আর গ্ল্যামার, সব মিলিয়ে জাহ্নবী এখন এক শক্তিশালী ব্র্যান্ড। প্রযোজক ও নির্মাতারা জানেন, তাঁর নাম থাকলেই ছবির চারপাশে তৈরি হয় আলোচনার ঝড়। ফলে বক্স অফিসে ছবি ব্যর্থ হলেও তারকার বাজারদর কিন্তু অটুট। আজকের বলিউডে সাফল্যের সমীকরণ যেখানে জনপ্রিয়তা ও আলোচনার মাপে মাপা হয়, সেখানে জাহ্নবী কাপুর নিঃসন্দেহে সেই নতুন প্রজন্মের অন্যতম মুখ।
ইএ/এসএন