‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম…’, শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র গানে মুগ্ধ ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। যশরাজ ফিল্মসের স্টুডিওয় এই গান শুনে যে স্টার্মার রীতিমতো শাহরুখ ম্যাজিকে বুঁদ হয়ে রয়েছেন, সেকথা নিজেই স্বীকার করেছেন ব্রিটেন্র প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, প্রথমবার ভারত সফরে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। বুধবার সকালের বিমানে মুম্বইয়ে অবতরণ করেছেন। আর মায়ানগরীতে পা রেখেই কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ছুটে গিয়েছেন যশরাজ ফিল্মসের স্টুডিওতে। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সদ্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তথা যশরাজের বর্তমান কর্ণধার আদিত্য চোপড়াপত্নী রানি মুখোপাধ্যায়। ‘রাজ অতিথি’কে সারপ্রাইজ দেওয়ার জন্য বিশেষ আয়োজনও করা হয়েছিল রানি-আদিত্যর প্রযোজনা সংস্থার তরফে। জানা গেল, নব্বই দশকের ব্লকবাস্টার সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র তিন দশক পূর্তি উপলক্ষে যশরাজ স্টুডিওর নিজস্ব থিয়েটারে সেই সিনেমাই দেখানো হয় ব্রিটেনের প্রধানমন্ত্রীকে। এমনকী তাঁকে স্বাগতও জানানো হয় এই সিনেমার গানের মাধ্যমেই। চেটেপুটে ‘বলিউডি স্বাদ’ উপভোগ করার সুযোগ ছাড়েননি স্টার্মারও। প্রযোজনা সংস্থা ঘনিষ্ঠ সূত্রে খবর, স্টুডিওর ‘ফিল্মি অন্দরসজ্জা’ খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। আর সেটা দেখে নাকি বেশ মুগ্ধ হয়ে প্রশংসাও করেছেন।
বলিউড মাধ্যম সূত্রে খবর, যশরাজ ফিল্মসের কাজে কিয়ের স্টার্মার এতটাই মুগ্ধ হয়েছেন যে, সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার সঙ্গে বড়সড় ‘সিনে-চুক্তি’ও সেরে ফেলেছেন তিনি। ব্রিটেনের প্রধানমন্ত্রীর ঘোষণা, যশরাজের পরবর্তী তিনটি সিনেমার শুটিং হবে ব্রিটেনের বিভিন্ন স্থানে। এক্ষেত্রে সেদেশের সিনেইন্ডাস্ট্রির সাহায্যও পাওয়া যাবে। ২০২৬ সাল থেকে শুরু হবে শুটিং। যার ফলে তিন হাজারেরও বেশি কর্মসংস্থান হবে এবং অর্থনীতিও চাঙ্গা হবে। অতঃপর ভারত-ব্রিটেনের কূটনৈতিক সম্পর্ক শক্ত করতে যে যশরাজ ফিল্মস একটি বড় ভূমিকা পালন করছে, তা বলাই বাহুল্য।
গত বছরের জুনে ব্রিটেনের মসনদে বসেন স্টার্মার। ১৪ বছর পর ক্ষমতায় ফেরে লেবার পার্টি। ব্রিটেনের ৬৫০ আসনের হাউস অফ কমন্সে ৪১২ আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা। ফলাফল স্পষ্ট হওয়ার পর ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীকে ফোনে অভিনন্দন জানান মোদি। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে সহমত হন দুই রাষ্ট্রপ্রধান। একই সঙ্গে স্টার্মারকে ভারতে আসার আমন্ত্রণও জানান ভারতের প্রধানমন্ত্রী। এবার সেই আমন্ত্রণে সাড়া দিয়ে এদেশে এলেন স্টার্মার। আর ভারতে পা রেখেই যশরাজ স্টুডিওয় সিনেমা দেখে শাহরুখের ‘ফ্যান’ হয়ে গেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।
ইএ/এসএন