এশিয়ান কাপ বাছাইয়ের রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তের গোলে হংকংয়ের কাছে ৩-৪ গোলে হেরে গেল বাংলাদেশ। যে ম্যাচটি ড্রয়ের দিকে এগোচ্ছিল, শেষ বাঁশির আগ মুহূর্তে তার ফল বদলে গেল এক নিমিষে। এই হারে ২০২৭ এশিয়ান কাপে খেলার বাংলাদেশের স্বপ্ন আরও ধূসর হয়ে গেল।
অন্তিম মুহূর্তের এমন অপ্রত্যাশিত হার যেন মেনে নিতে পারছিলেন না কেউই। ম্যাচ শেষে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের মতো খেলোয়াড়দেরও মাঠেই কান্না করতে দেখা যায়। হতাশায় ফুটবল মাঠের সবুজ গালিচায় শুয়ে পড়েন রাকিব হোসেন ও গোলরক্ষক মিতুল মারমা, নিজেদের মুখ ঢেকে রাখেন জার্সি ও হাত দিয়ে।
বাংলাদেশের এমন হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। বৃহস্পতি (৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে লিটন লেখেন,‘মাথা উঁচু করে রাখো হামজা চৌধুরী ও বাংলাদেশ দল। শেষ মিনিটে গোল খেয়ে ৩–৪ ব্যবধানে হারা ছিল সত্যিই হৃদয়বিদারক, কিন্তু তোমরা শেষ মুহূর্ত পর্যন্ত দারুণ লড়েছো। হয়তো পরেরবার হবে। তোমাদের প্রচেষ্টার জন্য গর্বিত আমরা।
’এই বাছাইপর্বে গ্রুপের সেরা দলই ২০২৭ এশিয়ান কাপের টিকিট পাবে। চার দলের এই গ্রুপে সেরা হওয়ার আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের জন্য জয় ছিল অপরিহার্য। ড্র হতে পারত ন্যূনতম অর্জন। কিন্তু শেষ মুহূর্তে তা-ও হলো না।
ইউটি/টিকে