আনুষ্ঠানিকভাবে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দৃশ্যমান কার্যক্রম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য এত দিন ঝুলে ছিল ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ বা আগ্রহপত্র গ্রহণের বিষয়টি। নির্বাচনের পর নতুন কমিটি দায়িত্ব নিয়ে তোড়জোড় শুরু করেছে।
গতকাল বিপিএলের সদস্যসচিব ইফতেখার রহমান জানান, শনিবার দল চেয়ে আগ্রহপত্র প্রকাশ করবেন তাঁরা।
দ্রুত দল নির্বাচন শেষে চলতি মাসেই ড্রাফটের কার্যক্রম সেরে ফেলতে চাইছে বোর্ড। তবে কয়টি দল নিয়ে এবারের বিপিএল হবে, সেটি নিশ্চিত করে বলতে পারেননি ইফতেখার, ‘এরই মধ্যে অনেকেই দল চেয়ে আগ্রহ প্রকাশ করেছে। শনিবার ইওআই দিলে তখন বোঝা যাবে কারা আসতে চায়।’ পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে এই আগ্রহপত্র ছাড়বে বিসিবি।
তবে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অংশ নেবে না বলে জানা গেছে। ইফতেখার বললেন, ‘আমরা তো এখনো জানি না কারা আসবে আর কারা আসবে না। আগে দেখি তারা আগ্রহ প্রকাশ করে কি না।’
৩৫ দিনের মধ্যে আসর শেষ করার পরিকল্পনা বিসিবির। প্রয়োজনে চার দলের টুর্নামেন্টের ভাবনাও আছে। তবে পরামর্শক প্রতিষ্ঠান আইএমজি এত অল্প সময়ের মধ্যে এবারের বিপিএল আয়োজন নিয়ে অনীহা প্রকাশ করেছে।