বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবু বলেছেন, বিএনপি জনগণের দল। এ দেশের মানুষ গণতন্ত্র ও স্বাধীন বিচারব্যবস্থা চায়, এবং তারা জানে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিই সক্ষম। তারেক রহমানের নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠা পাবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পাংশা সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের উদ্দেশ্যে আয়োজন করা হয়।
সাবেক এমপি নাসিরুল হক সাবু বলেন, শত নিপীড়ন-নির্যাতনের মুখেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনও কারও সঙ্গে আপস করেননি। দেশের মাটি ও জনগণকে ভালোবেসে তিনি দৃঢ়ভাবে অবস্থান করে গেছেন। তার এই অটল নেতৃত্বের কারণেই বিএনপি আজ রাষ্ট্রক্ষমতার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে।
তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারকে চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। তার দুই সন্তান আরাফাত রহমান কোকো ও তারেক রহমানের ওপরও নির্মম নির্যাতন চালানো হয়েছে। তবুও খালেদা জিয়া ন্যায়, গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষায় দৃঢ় ছিলেন।
সভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস মো. হাবিবুর রহমান (রাজা), জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পিএ/এসএন