সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডকে হারানোর দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে হিদার নাইটের দুর্দান্ত ফিফটির কাছে পরে ৪ উইকেটের হার নিয়ে মাঠ ছেড়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। এতে নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পাওয়া হয়নি বাংলাদেশের। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারায় বাংলাদেশ।
জয় না পাওয়ার সেই আক্ষেপ আজ ভুলতে চায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে গুয়াহাটিতে খেলতে নামার আগে গতকাল সংবাদ সম্মেলনে তেমনটিই জানিয়েছেন নাহিদা আক্তার। অতীত নিয়ে পড়ে থাকতে চান না বলে জানিয়েছেন বাংলাদেশের সহ-অধিনায়ক।
নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে নাহিদা বলেছেন, ‘গত দিন যে ম্যাচটা চলে গেছে, সেটা এখন অতীত। আমরা চাইলেও ফেরাতে পারব না। এখন আমাদের সামনের যে ম্যাচ, সেটা নিয়েই মনোযোগ দিচ্ছি। নির্দিষ্ট করে কাউকে নিয়ে চিন্তা করছি না। দল হিসেবে আমরা কীভাবে ভালো ব্যাটিং, বোলিং করতে পারি, সেটা নিয়েই পরিকল্পনা করছি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচ খেলে কখনো জয় পায়নি বাংলাদেশ। কাক্ষ্খিত সেই জয়টি আজ আসতে পারে যদি ইংল্যান্ড ম্যাচের চেয়ে ব্যাটে-বলে আরেকটু ভালো করে বাংলাদেশ। সেই বিষয়ে গুরুত্ব দিয়েই নাহিদা বলেছেন, ‘বিশ্বকাপের প্রতিটা ম্যাচই চ্যালেঞ্জিং। এখানে সহজ বলতে কিছু নেই। সবসময়ই কঠিন পরিস্থিতিই পার করতে হবে।
কারণ কোনো দলই সহজ কিছু দেবে না। সেভাবেই তাই প্রস্তুতি নিচ্ছি। গত ম্যাচে যেভাবে খেলেছি, এর চেয়ে একটু ভালো খেলতে পারলে আমার মনে হয় ভালো কিছুই হবে।’অতীত নিয়ে কথা বলতে না চাইলেও ইংল্যান্ডের বিপক্ষে হার নিয়ে হতাশা ঝড়েছে নাহিদার কণ্ঠে। বাঁহাতি স্পিনার বলেছেন, ‘গত ম্যাচে আমরা দল হিসেবে ভালো খেলেছি। আমাদের আরেকটু ভালো করার জায়গা ছিল। আমাদের বোলাররা আর একটু ভালো করলে হয়তো ম্যাচটা আমাদের পক্ষে চলে আসত। তাই আমাদের ফোকাস থাকবে, পরের ম্যাচে যেন আরো ভালো বোলিংটা করতে পারি।’
এসএস/এসএন