যারা বাংলাদেশে ভারতপন্থী শাসন চায় তারা বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।
একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে ‘বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে লাভ কার’ এমন প্রশ্নে জবাবে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, ‘যারা বাংলাদেশে ভারতপন্থী শাসন দেখতে চায়, তারা বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে লাভবান হতে চায়। বাংলাদেশে এ মুহূর্তে যত বেশি অস্থিতিশীল অবস্থা তৈরি করা যাবে, যত বেশি বিদ্বেষ ও ঘৃণার চাষ করা যাবে, অনৈক্য তৈরি করা যাবে, তত বেশি সম্ভাবনা তৈরি হবে, বাংলাদেশ আরেকবার গণতন্ত্রের পথে উত্তরণ ঘটাতে পারবে না, মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে না; তত বেশি সম্ভাবনা তৈরি হবে, বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার, এটি এই সরকারও হতে পারে, আরেকটি অনির্বাচিত সরকারের খপ্পরেও পড়তে পারে এগুলো যত বেশি হবে, ভারতের বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করা, আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে শক্তভাবে প্রতিষ্ঠিত হওয়ার তত বেশি সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রথম দিকে হচকিত ব্যাপার ছিল, তারা ভয় পেয়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল না, তারা কী করবে। এই সরকার এবং কিছু রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে ক্রমেই মবের রাজত্বে পরিণত হলো। আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিল দৈর্ঘ্যে এবং প্রস্থে অনেক বড় হচ্ছে। যারা চায় বাংলাদেশে সত্যিকার অর্থে ভারতের শক্ত নজরদারি, ভারত সমর্থিত সরকার থাকুক, তারাই এ ধরনের বিভেদ-ঘৃণা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে।
এবি/এসএন