মেসিকে বাইরে রেখে নতুন ভাবনায় স্কালোনি

বিশ্বকাপ বাছাইপর্ব সফলভাবে শেষ করার পর আগামীকাল (শনিবার) থেকে নতুন মিশনে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের আগপর্যন্ত প্রস্তুতির অংশ হিসেবে তারা প্রীতি ম্যাচ খেলবে। যেখানে তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আরেক লাতিন দেশ ভেনেজুয়েলা। দলের স্কোয়াডে মহাতারকা লিওনেল মেসি থাকলেও, তাকে অনুশীলন করতে দেখা যায়নি। ফলে তিনি প্রথম একাদশে কিংবা পুরো ম্যাচেই না ও খেলতে পারেন।

শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা। প্রীতি ম্যাচ হওয়ায় বিশ্বকাপের আগপর্যন্ত স্কোয়াডে থাকা ফুটবলারদের পরখ করে দেখবেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। তার ২০২২ বিশ্বকাপের দলে থাকা কেউ অবসরে আবার বেশ কয়েকজন অনিয়মিত। ফলে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের আশায় দলে ভারসাম্য ও ছন্দ আনার পরীক্ষা চালাচ্ছেন স্কালোনি। ওয়ার্কলোড কমানো কিংবা উপযুক্ত ব্যাক-আপ তৈরির অংশ হিসেবে মেসিকে নিয়মিত না খেলানোকেই তিনি প্রাধান্য দিতে পারেন।

ভেনেজুয়েলা ম্যাচকে কেন্দ্র করে মায়ামিতে অনুশীলন শুরু করেছে আলবিসেলেস্তেরা। যেখানে পাশে বসে থাকতে দেখা যায় মেসিকে। তিনি যে প্রথম একাদশে থাকবেন না সেটিও একপ্রকার নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কোচ। এ ছাড়া অ্যাস্টন ভিলার প্রিমিয়ার লিগ ম্যাচে চোটের অস্বস্তিতে দেখা গিয়েছিল এমিলিয়ানো মার্টিনেজকে। তবে ভেনেজুয়েলার বিপক্ষে তিনি প্রথম একাদশে থাকতে পারেন বলে উল্লেখখ করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।



এর আগে চলতি মাসের শুরুতে আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াডে মেসিকে রাখার পাশাপাশি দলে কিছু চমক রেখেছিলেন স্কালোনি। ২৮ সদস্যের দলে তিনি প্রথমবার জাতীয় দলে ডাক দিয়েছেন মিডফিল্ডার আনিবাল মোরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দোকে। এ ছাড়া দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। লম্বা সময় পর আর্জেন্টিনা দলে ফিরেছেন মার্কোস সেনেসি। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একমাত্র ম্যাচটি ২০২২ সালের জুনে খেলেছেন।

কালকের ম্যাচে মেসিকে খেলানো প্রসঙ্গে কোচ স্কালোনি বলেন, ‘আমরা তার সঙ্গে কথা বলেছি। তবে দলে থাকবে কি না সেই সিদ্ধান্ত এখনও নিইনি। আমরা আসন্ন ম্যাচে অন্যদেরও খেলানোর চেষ্টা করে দেখতে পারি। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা তার (মেসি) সঙ্গে কথা বলব। বিকল্প খেলোয়াড়দেরও নামাতে চেষ্টা করব, তাদের সেই লক্ষ্যে দলে নেওয়া হয়েছে।’ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলা ২৮ বছর বয়সী মোরেনো, স্বদেশি ক্লাব রিভার প্লেটে খেলা ২১ বছর বয়সী রিভেরো এবং ২৮ বছর বয়সী রেসিংয়ের গোলরক্ষক ফাকুন্দোর সামনেও সুযোগ খুলে যেতে পারে।

তরুণদের সুযোগ দেওয়ার প্রসঙ্গে স্কালোনি জানিয়েছেন, ‘আমরা আনিবালকে (মোরেনো) অনূর্ধ্ব-২০ দলে দেখেছি। যেখানে অনেক প্রশংসা কুড়িয়েছে। জোসেফও (ম্যানুয়েল লোপেজ) ফরোয়ার্ড হিসেবে ভালো করছে। কেবল তাই নয়, এখানে কিছু আগ্রহের বিষয়ও রয়েছে। জাতীয় দলের জন্য যা গুরুত্বপূর্ণ। আরেকজন খেলোয়াড় জাতীয় দলে থাকতে পেরে ভালো বোধ করছে এবং খেলার সুযোগ পেলেও ভালো লাগবে। রিভেরোও দুটি প্রীতি ম্যাচের মাঝে খেলার সুযোগ পাওয়ার মতো অবস্থায় আছে।’

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস সেনেসি, নিকোলাস গঞ্জালেস; আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার, লিয়েন্দ্রো পারেদেস, ইনজো ফার্নান্দেজ/জিওভান্নি লো সেলসো; নিকোলাস পাজ, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

রাকসুতে আচরণবিধি সবাই নিজেদের মতো বানিয়ে ফেলছে: জিএস প্রার্থী সালাউদ্দিন Oct 10, 2025
img
আর্জেন্টিনার পরের ম্যাচে দলে জায়গা হবে না মেসির Oct 10, 2025
img
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভজুড়ে বিদ্যুৎ বিপর্যয় Oct 10, 2025
img
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩০৮ Oct 10, 2025
img
জুবিনের মৃত্যুর পরও সিঁদুর পরছেন স্ত্রী গরিমা! Oct 10, 2025
img
ট্রাম্প কেন নোবেল পেলেন না, জানাল নোবেল কমিটি Oct 10, 2025
ম্যাচ হারায় অনেক কষ্ট পেয়েছি, শেষের গোলটা আশা করিনি Oct 10, 2025
'মাছ চাষ করলেও তোমার কিছু মাছ খাইতে পারবা'! Oct 10, 2025
img
খাট-সোফা ছাড়াই বিয়ে সেরেছিলেন অপু বিশ্বাস! Oct 10, 2025
“গাজীপুর থেকে এসেছেন জনসংযোগে যোগ দিতে - হাদির আবেগঘন প্রতিক্রিয়া” Oct 10, 2025
img
পিআর নিয়ে জাতির রায় আমরা গ্রহণ করব: গোলাম পরওয়ার Oct 10, 2025
img
৩৩০ গুণ বেতন পেয়ে চাকরি ছাড়েন কর্মী, আদালত দিলো তার পক্ষেই রায় Oct 10, 2025
img

ট্রাম্পের দাবি

ইরানের সঙ্গে এবার কাজ করবে যুক্তরাষ্ট্র Oct 10, 2025
img
দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: মিয়া গোলাম পরওয়ার Oct 10, 2025
img
৪৯তম বিশেষ বিসিএস: লিখিতে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ২৬ অক্টোবর Oct 10, 2025
img
শান্তিতে নোবেল পুরষ্কার পাওয়া হল না ট্রাম্পের Oct 10, 2025
img
মানসিক রোগে আক্রান্ত দেশের ১৯%, চিকিৎসা সেবা সংকটে Oct 10, 2025
img

নারী ওয়ানডে বিশ্বকাপ

২ পরিবর্তন নিয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ Oct 10, 2025
img
স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়া উচিত: ট্রাম্প Oct 10, 2025
img
অভিশংসনে ক্ষমতা হারালেন পেরুর প্রেসিডেন্ট Oct 10, 2025