ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিচার, সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে সংগঠনটি।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ২ টায় সমাবেশের নির্ধারিত সময় থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই সমাবেশস্থলে ভীড় করে সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর, নির্বাচনের আগেই বিগত সরকারের আমলে নানা অপকর্মের সঙ্গে জড়িতদের বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের দাবি তোলেন তারা৷ তাদের দাবির ব্যাপারে সরকার আন্তরিক না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি দেবার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।
আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
এবি/এসএন