গায়ক জুবিন গার্গের মৃত্যুর ২০ দিন পার হলেও এখনো সিঁদুর পরছেন তার স্ত্রী গরিমা শাইকীয়া। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন। তবে সমালোচনার জবাবে গরিমা জানালেন, এটি তার ব্যক্তিগত শপথ, যতদিন না জুবিনের সঙ্গে তার দেখা হচ্ছে, ততদিন সিঁদুর পরবেন।
জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে এখনও শোক কাটিয়ে উঠতে পারেননি গরিমা। এদিকে গায়কের মৃত্যুকে ঘিরে চলছে তদন্ত, ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।
আসামের গোলাঘাটের মেয়ে গরিমা পেশায় পোশাকশিল্পী। সংগীতশিল্পী জুবিন গার্গের প্রতি তার ভালোবাসা শুরু হয় তার অ্যালবাম ‘অনামিকা’ ও ‘মায়া’ শুনে। সেই সময় মুম্বাইয়ে পড়াশোনা করছিলেন গরিমা। তিনি নিজে থেকেই গায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, একটি চিঠি পাঠান জুবিনকে। সাধারণত ভক্তদের চিঠির উত্তর না দিলেও ভাগ্যক্রমে গরিমার চিঠির উত্তর দিয়েছিলেন গায়ক। সেখান থেকেই শুরু হয় তাদের সম্পর্ক, যা নানা উত্থান–পতন পেরিয়ে ২০০২ সালে বিয়েতে গড়ায়।
স্বামীর মৃত্যুর পর সংবাদমাধ্যমের সামনে গরিমাকে বারবার সিঁদুর পরে দেখা গেছে। এ নিয়ে প্রশ্ন তোলার প্রেক্ষিতে তিনি বলেন, ‘আমি সিঁথি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, এই সিঁদুর সারাজীবন পরে থাকব। যতদিন না পর্যন্ত ফের আমার আর জুবিনের দেখা হচ্ছে, আমি সিঁদুর পরব।’
গায়ক জুবিন গার্গের মৃত্যুতে আসামসহ পুরো ভারতীয় সংগীতজগতে নেমে এসেছে শোকের ছায়া। তার প্রতি শ্রদ্ধা জানাতে ভক্তদের মধ্যে এখনো চলছে নানা স্মৃতিচারণা।
কেএন/টিকে