বিশ্বকাপ বাছাইপর্ব সফলভাবে শেষ করার পর নতুন মিশনে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তারা শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে।
দলের স্কোয়াডে আছেন লিওনেল মেসি, তবে তাকে অনুশীলনে দেখা যায়নি। ফলে প্রথম একাদশে কিংবা পুরো ম্যাচেই তার না খেলার সম্ভাবনা রয়েছে। প্রীতি ম্যাচ হওয়ায় কোচ লিওনেল স্কালোনি এই সুযোগে দলকে নতুনভাবে পরখ করে দেখার পরিকল্পনা করছেন।
স্কালোনি জানান, মেসির সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তবে তাকে খেলানো হবে কি না, তা এখনও চূড়ান্ত নয়। আমরা তার সঙ্গে কথা বলেছি। দলে থাকবে কি না, সেই সিদ্ধান্ত এখনও নিইনি। আমরা অন্য খেলোয়াড়দেরও সুযোগ দিতে চাই। বিকল্পদের নামানোর চেষ্টা করব, তাদের সেই লক্ষ্যে দলে নেওয়া হয়েছে, বলেন স্কালোনি।
এদিকে, এমিলিয়ানো মার্টিনেজের ইনজুরি শঙ্কা কাটলেও তিনি প্রথম একাদশে থাকতে পারেন বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
চলতি মাসের শুরুতে ঘোষিত ২৮ সদস্যের স্কোয়াডে স্কালোনি রেখেছেন কয়েকটি চমক। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার আনিবাল মোরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দো। নিষেধাজ্ঞা শেষে ফিরেছেন এনজো ফার্নান্দেজ, আর দীর্ঘদিন পর ফিরেছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি।
তরুণদের সুযোগ দেওয়ার ব্যাপারে স্কালোনি বলেন, আমরা আনিবালকে অনূর্ধ্ব-২০ দলে দেখেছি, সে অনেক ভালো করেছে। রিভেরোও ভালো করছে এবং প্রীতি ম্যাচের মাঝে খেলার সুযোগ পেতে পারে। জাতীয় দলের জন্য নতুন মুখ যুক্ত হওয়া সবসময় ইতিবাচক।
সব মিলিয়ে, মেসিকে বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ দেওয়ার দিকেই ঝুঁকছেন স্কালোনি। লক্ষ্য একটাই আগামী বিশ্বকাপের আগে একটি ভারসাম্যপূর্ণ ও প্রস্তুত দল গড়ে তোলা।
ম্যাচ: আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা
সময়: শনিবার (১১ অক্টোবর), বাংলাদেশ সময় ভোর ৬টা
স্থান: হার্ড রক স্টেডিয়াম, মায়ামি।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস সেনেসি, নিকোলাস গঞ্জালেস; আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার, লিয়েন্দ্রো পারেদেস, ইনজো ফার্নান্দেজ/জিওভান্নি লো সেলসো; নিকোলাস পাজ, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।
আইকে/টিকে