দুজনকে এখন পর্দায় একসঙ্গে দেখা গেলেও আজও বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত অনস্ক্রিন জুটি সালমান খান-ঐশ্বরিয়া রাই। যদিও একটিমাত্র ছবিতেই একসঙ্গে দেখা গেছে তাদেরকে, কাকতালীয়ভাবে সেই ছবির মতোই বাস্তবেও মিল হয়নি দুজনের।
এই জুটির প্রেমের সম্পর্ক ভাঙনের প্রায় আড়াই দশক কেটে গেছে। তবে আজও তাদের সম্পর্ক নিয়ে অন্তর্জালে আলোচনা হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের ঝগড়া এবং সঞ্জয় লীলা সানসালির সঙ্গে নিজের মতবিরোধ নিয়ে কথা বলেছেন সংগীত পরিচালক ইসমাইল দরবার।
ভিকি লালওয়ানির পডকাস্টে ইসমাইল জানিয়েছিলেন যে, তিনি কখনোই বানসালির সঙ্গে কাজ করবেন না, এমনকি যদি তাকে ১০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয় তবু তার সিদ্ধান্ত বদল হবে না।
সেই পডকাস্টে সালমান-ঐশ্বরিয়ার প্রেম নিয়েও কথা বলেন তিনি। ‘হাম দিল দে চুকে সানাম’সহ অনেক ছবিতে বানসালির সঙ্গে কাজ করেছেন ইসমাইল।
শাহরুখ খান অভিনীত সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। সেই ছবিরও নায়িকা ঐশ্বরিয়া।
অনেকেই জানেন না, ‘দেবদাস’ সিনেমায় বানসালির প্রথম পছন্দ ছিলেন সালমান খান। তবে ঐশ্বরিয়াকে পার্বতীর চরিত্রে কাস্ট করায় সালমানকে ছেঁটে ফেলতে বাধ্য হন পরিচালক।
তার পরিবর্তে শাহরুখ খানকে নেওয়া হয়। এর জেরেই বানসালির সঙ্গে সালমানের ঝামেলা বাঁধে। সেই ফাটল আজ ২৩ বছরেও মিটেছে বললে ভুল হবে। বানসালির ছবিতে আর কোনোদিন কাজ করেননি ভাইজান।
ইসামাইল বলেন, যখন আমার কাজের প্রয়োজন হয়, তখন তিনি আমাকে ‘হাম দিল দে চুকে সানাম’-এ কাজ দিয়েছিলেন এবং যখন তাদের প্রয়োজন হয়েছিল, তখন আমি আমার সব কাজ তার জন্য ছেড়ে দিতাম।
সর্বোপরি, তিনি ইন্ডাস্ট্রিতে আমার গডফাদার ছিলেন... আমার হৃদয় বলছে যে সালমানের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছিল কারণ তিনি শাহরুখকে ‘দেবদাস’ ছবিতে কাস্ট করেছিলেন।
ইসমাইল দরবারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ঐশ্বরিয়া রাইয়ের প্রাক্তন প্রেমিক হওয়াতেই কি ‘দেবদাস’-এর জন্য সঞ্জয় লীলা বানসালি সালমানকে বাদ দেন?
এ বিষয়ে সংগীত পরিচালক বলেন, তাদের ঝগড়ার খবর তখন গণমাধ্যমে সয়লাব ছিল। আমাদের খুব খারাপ লাগছিল। তারা এতটাই কাছাকাছি ছিল যে তাদের লড়াই করা উচিত ছিল না। কিন্তু এখন এসব বিষয় পুরনো হয়ে গেছে এবং সালমান নিজেও এতটাই বুদ্ধিমান যে তিনি কখনো এসব নিয়ে কথা বলেন না’।
ইসমাইল আরো জানিয়েছিলেন যে, ‘খামোশি’ ছবিটি ফ্লপ হওয়ার পরেও সালমান বানসালিকে সমর্থন করেছিলেন। এটা কি পরিষ্কার নয়, আমি যদি আপনাকে দু'বার সাহায্য করি এবং আপনি তৃতীয়বার আমার প্রতিযোগীকে নিতে যান তাহলে আমি কতটা বিরক্ত হব?
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএন/টিকে