আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন এরপর ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্ব সফলভাবে শেষ করার পর নতুন মিশনে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের আগপর্যন্ত প্রস্তুতির অংশ হিসেবে তারা প্রীতি ম্যাচ খেলবে। যেখানে আগামীকাল (শনিবার) তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আরেক লাতিন দেশ ভেনেজুয়েলা।

ভেনেজুয়েলার বিপক্ষে মায়ামিতে প্রীতি ম্যাচের আগের দিন টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আসন্ন বিশ্বকাপের ফেভারিটদের নিয়ে কথা বলেছেন। তার মতে, বর্তমান চ্যাম্পিয়নরা আবারও ট্রফির দৌড়ে অন্যতম ফেভারিট।

লিভারপুলের এই মিডফিল্ডার জানান, তার তিন ফেভারিট দল হলো আর্জেন্টিনা, ফ্রান্স এবং স্পেন। এ ছাড়া চতুর্থ দল হিসেবে ব্রাজিলকেও রাখা যায়। তিনি বলেন, “আমার কাছে এই চারটি দলই ২০২৬ বিশ্বকাপের প্রধান দাবিদার। আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন—সবাই দারুণ ফর্মে আছে। আর ব্রাজিলের কথা আলাদা করে না বললেই নয়। তাদের ঐতিহ্য, প্রভাব—সবই অসাধারণ। এখন আবার তাদের দলে কার্লো আনচেলত্তির মতো কিংবদন্তি কোচ যুক্ত হয়েছেন। ফলে তারা আরও শক্তিশালী।”

নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখার কথাও তুলে ধরলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলের এই মিডফিল্ডার। বলেন, ‘সব দলই ভালো, তবে আমরা সব সময় নিজেদের ওপর ভরসা রাখি। প্রতিটি ম্যাচে জয়ের মানসিকতা নিয়েই নামি। সামনে যা আসছে তা দারুণ হবে বলে মনে করছি। আশা করি, বিশ্বকাপে সবকিছু আমাদের পরিকল্পনা মতোই যাবে।


স্পেন ও ফ্রান্সের প্রশংসাও করেছেন ম্যাক অ্যালিস্টার। তার ভাষায়, “স্পেন এখন বিশ্বের অন্যতম সেরা দল। তাদের খেলোয়াড়দের মান, খেলার ধরন, আর কোচের পরিকল্পনা—সবই অসাধারণ। বিশেষ করে তাদের কোচ যেহেতু তরুণ দল থেকেই খেলোয়াড়দের চেনেন, সেটি বিশাল সুবিধা। ফ্রান্সও একইভাবে সবসময় শীর্ষ পর্যায়ে।”

এ সময় তিনি আর্জেন্টিনার দুই উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো ও নিকো পাজকে নিয়েও কথা বলেন। “দুজনের মধ্যেই দারুণ প্রতিভা আছে। তারা প্লেমেকার কিংবা উইঙ্গার—দুই ভূমিকাতেই খেলতে পারে। দুজনই খুব মনোযোগী ও পরিণত মানসিকতার। বিশেষ করে ফ্রাঙ্কোর বয়সের তুলনায় তার ব্যক্তিত্বটা অবিশ্বাস্য। ওরা সঠিক পথে এগোচ্ছে, আর আমাদের দায়িত্ব ওদের পাশে থেকে সেরাটা বের করে আনা। সব আর্জেন্টাইনদেরই ওদের নিয়ে আশাবাদী হওয়া উচিত,” বলেন ম্যাক অ্যালিস্টার।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা। প্রীতি ম্যাচ হওয়ায় বিশ্বকাপের আগপর্যন্ত স্কোয়াডে থাকা ফুটবলারদের পরখ করে দেখবেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। তার ২০২২ বিশ্বকাপের দলে থাকা কেউ অবসরে আবার বেশ কয়েকজন অনিয়মিত। ফলে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের আশায় দলে ভারসাম্য ও ছন্দ আনার পরীক্ষা চালাচ্ছেন স্কালোনি। ওয়ার্কলোড কমানো কিংবা উপযুক্ত ব্যাক-আপ তৈরির অংশ হিসেবে মেসিকে নিয়মিত না খেলানোকেই তিনি প্রাধান্য দিতে পারেন।


আইকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দুই-তিন সপ্তাহ পর নির্বাচনী আমেজ জমে উঠবে: প্রেস সচিব Oct 10, 2025
img

জিল্লুর রহমানের বিশ্লেষণ

রাজনীতিতে আবারও নতুন নাটক শুরু Oct 10, 2025
img
ক্ষমতায় গেলে কোমর ভাঙা শিক্ষাব্যবস্থা ঠিক করা জামায়াতের প্রথম লক্ষ্য: ডা. শফিকুর রহমান Oct 10, 2025
img
নোবেল না পেলেও শান্তির জন্য কাজ করে যাবেন ডোনাল্ড ট্রাম্প: হোয়াইট হাউজ Oct 10, 2025
img
শাপলার সঙ্গে আমাদের অর্গানিক সম্পর্ক: সারোয়ার তুষার Oct 10, 2025
img
গাজাবাসীর জন্য ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে জার্মানি Oct 10, 2025
img
প্রত্যেক উপদেষ্টাই তো বিদেশি নাগরিক: রুমিন ফারহানা Oct 10, 2025
img
বিপিএলে দল কমে ৫, বরিশাল নিয়ে অনিশ্চয়তা কাটল কি? Oct 10, 2025
img
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে : ধর্ম উপদেষ্টা Oct 10, 2025
img
দেশজুড়ে বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর Oct 10, 2025
img
‘সঠিক স্থানে নয় এমন আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হবে’ Oct 10, 2025
img
বঙ্গবন্ধু পরিষদের নেতা আলী নেওয়াজ কারাগারে Oct 10, 2025
img
ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে আফগানিস্তান: আমির খান মুত্তাকি Oct 10, 2025
img
নড়াইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫ Oct 10, 2025
img
ভারতের ৯ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র Oct 10, 2025
img
বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের দাবি Oct 10, 2025
img
মুক্তি পেয়ে শহিদুল আলমের ফেসবুক পোস্ট Oct 10, 2025
img
পিতৃপরিচয় ছাড়াই যেভাবে স্টাইল আইকনে পরিণত হন রেখা! Oct 10, 2025
সমঝোতা ছাড়াই ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে নূরের দল Oct 10, 2025
শান্তি ও গণতন্ত্রের জন্য মাচাদোর অবিচল প্রচেষ্টা Oct 10, 2025