এস্তেভোঁ ও রদ্রিগোর জোড়া গোল, দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারাল ব্রাজিল

কেবল জয়ের হিসেব মেলালেই হবে না, খেলতে হবে ভালো ফুটবল, মেলে ধরতে হবে মান- কোচের এমন চাওয়ায় বেশ ভালোভাবেই সাড়া দিল সেলেসাওরা। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া ব্রাজিলিয়ান আক্রমণভাগ মুহুর্মুহু আক্রমণ শাণাল, কোণঠাসা হয়ে রইল দক্ষিণ কোরিয়া। দাপুটে ফুটবল খেলে, গোল উৎসব করে, বিশ্বকাপের জন্য চূড়ান্ত প্রস্তুতিপর্ব শুরু করল কার্লো আনচেলত্তির দল।

সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে শুক্রবার প্রীতি ম্যাচটি ৫-০ গোলে জিতেছে ব্রাজিল। দুটি করে গোল করেছেন এস্তেভোঁ ও রদ্রিগো। একবার জালের দেখা পেয়েছেন ভিনিসিউস জুনিয়র। 



এর আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সবশেষ কাতার বিশ্বকাপে দেখা হয়েছিল ব্রাজিলের। সেই ম্যাচেও অসাধারণ পারফরম্যান্সে ৪-১ গোলে জিতেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও পরের ম্যাচেই হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়েছিল দলটি।

প্রথম ১০ মিনিটে দূর থেকে রদ্রিগো ও ভিনিসিউসের একটি করে লক্ষ্যভ্রষ্ট শটের পর, ত্রয়োদশ মিনিটে চমৎকার গোলে এগিয়ে যায় ব্রাজিল। দারুণ রক্ষণচেরা পাস বাড়ান ব্রুনো গিমারাইস, চোখের পলকে ছুটে গিয়ে ছয় গজ বক্সের মুখে ডান পায়ের শটে বল জালে পাঠান এস্তেভোঁ।

কিছুক্ষণের মধ্যে হেডে আবার জালে বল পাঠান কাসেমিরো। তবে নিজেই অফসাইডে ছিলেন ব্রাজিলিয়ান অধিনায়ক। একের পর এক আক্রমণে একচেটিয়া চাপ ধরে রেখে খেলতে থাকে ব্রাজিল। দারুণ সব সুযোগও পাচ্ছিল তারা; তবে ব্যবধান বাড়ছিল না।

২৭তম মিনিটে মাথেউস কুইয়ার পাস ডি-বক্সে দারুণ পজিশনে পেয়ে অনায়াসে ফ্লিক করতে পারতেন ভিনিসিউস; কিন্তু ব্যাকহিল করে বল হারান তিনি। পরের মিনিটে খুব কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট হেড করেন এদের মিলিতাও!

৪১তম মিনিটে আরেকটি দর্শনীয় গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ডি-বক্সের বাঁ দিক থেকে কাটব্যাক করেন ভিনিসিউস, প্রতিপক্ষকে ধোঁকা দিতে রদ্রিগো ডামি করে ছেড়ে দেন বল, এরপর কাসেমিরোর পাস ধরে এই পা ওই পা করে দুই ডিফেন্ডারের পাশ দিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধেও একইভাবে আক্রমণাত্মক শুরু করে ব্রাজিল এবং দুই মিনিটের মধ্যে আরও দুটি গোলও পেয়ে যায় তারা।

৪৭তম মিনিটে ডি-বক্সের বাম দিকে ডিফেন্ডার কিম মিন-জে বল ক্লিয়ার করতে গিয়ে এস্তেভোঁর পায়ে মেরে বসেন। আর বল ধরে ক্ষীপ্রতায় এগিয়ে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন চেলসি ফরোয়ার্ড।

আন্তর্জাতিক ফুটবলে আট ম্যাচে তার গোল হলো তিনটি। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে জাতীয় দলের হয়ে প্রথম জালের দেখা পান ১৮ বছর বয়সী ফুটবলার।

ওই ধাক্কা সামলে নেওয়ার আগেই চতুর্থ গোলটি হজম করে স্বাগতিকরা। ভিনিসিউসের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন রদ্রিগো।

প্রথম ঘণ্টার পুরোটা কোণঠাসা হয়ে থাকা দক্ষিণ কোরিয়া ৬৫তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নিতে পারে। এতক্ষণ কোনোরকম চ্যালেঞ্জের মুখে না পড়া ব্রাজিল গোলররক্ষক বেন্তো ঝাঁপিয়ে কিম জিনের শটটি ঠেকিয়ে দেন।

৭৭তম মিনিটে স্কোরলাইনে নিজের নাম তোলেন ভিনিসিউস। প্রতি-আক্রমণে মাথেউস কুইয়ার পাস মাঝমাঠে ধরে দ্রুত গতিতে সবাইকে পেছনে ফেলে ছুটে যান রিয়াল মাদ্রিদ তারকা, ডি-বক্সে ঢুকে গতি কমিয়ে দেন তিনি, ছুটে আসা ডিফেন্ডারকে কাটিয়ে ঠাণ্ডা মাথার শটে পরাস্ত করেন গোলরক্ষককে। 

এশিয়া সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী মঙ্গলবার স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
আমাদের কোয়ালিফায়ারে খেলা মানায় না: তানজিম Oct 10, 2025
img
সামোয়ার হয়ে দ্বিতীয় ম্যাচেই জয়ের স্বাদ টেইলরের Oct 10, 2025
img
নোবেল শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্পকে উৎস্বর্গ করলেন মারিয়া কোরিনা মাচাদো Oct 10, 2025
img
দেড় বছর বাড়ির বাইরে যেতে পারেননি পরীমণি, কারণ কী? Oct 10, 2025
img
আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Oct 10, 2025
img
কায়রোর জাতীয় বিচার শিক্ষাকেন্দ্র পরিদর্শনে প্রধান বিচারপতি Oct 10, 2025
img
জিপিওর জায়গায় হবে পোস্টাল মিউজিয়াম : ফয়েজ আহমদ তৈয়্যব Oct 10, 2025
img
ওমরা পালনে মক্কায় অভিনেতা মুশফিক আর ফারহান Oct 10, 2025
img
আমাদের লক্ষ্য ব্যক্তি নয়, প্রতীক ধানের শীষের বিজয় : শরীফ উদ্দিন জুয়েল Oct 10, 2025
img
ভোট ডাকাতির চেষ্টা হলে প্রতিহত করতে হবে: জামায়াত আমির Oct 10, 2025
তরুণ ইয়ামালের প্রতিভা নিয়ে এমবাপ্পের উচ্ছ্বাস Oct 10, 2025
যুদ্ধবিরতির পর গাজায় ফিরছেন প্যালেস্টিনীয়রা Oct 10, 2025
img
জলবায়ু পরিবর্তনের ফলে অনেক মানুষ ঠিকানা হারাবে: সৈয়দা রিজওয়ানা হাসান Oct 10, 2025
শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে ওঠার চেষ্টা ছিল তামজিদের Oct 10, 2025
ট্রাম্প নোবেল পেলেন না, কারণ জানিয়েছে কমিটি! Oct 10, 2025
জুতা হাতে নিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা Oct 10, 2025
img
আগামীকাল দেশে ফিরবেন শহিদুল আলম Oct 10, 2025
img
দুই-তিন সপ্তাহ পর নির্বাচনী আমেজ জমে উঠবে: প্রেস সচিব Oct 10, 2025
img

জিল্লুর রহমানের বিশ্লেষণ

রাজনীতিতে আবারও নতুন নাটক শুরু Oct 10, 2025
img
ক্ষমতায় গেলে কোমর ভাঙা শিক্ষাব্যবস্থা ঠিক করা জামায়াতের প্রথম লক্ষ্য: ডা. শফিকুর রহমান Oct 10, 2025