গুম ও খুনের সাথে অভিযুক্ত ২৮ জন সামরিক কর্মকর্তার সেফ এক্সিটের ঘটনায় ভারতের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছেন ইনকিলাব মঞ্চের নেতারা।
আজ শনিবার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গুম ও খুনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে দলটি।
দলটির মুখপাত্র শরিফুল ইসলাম হাদি বলেন, খুব সূক্ষ্ম রাজনৈতিক চালে, আয়নাঘরের প্রমাণ মুছে ফেলা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে ভারতের বিরুদ্ধে মামলাসহ, গুম কমিশন এবং পিলখানা কমিশন এর প্রতিবেদন তৈরিতে সাহায্য করা সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় দলটি।
এসময় সেফ এক্সিট নেয়া অভিযুক্তদের দ্রুত দেশে ফেরত এনে বিচারের দাবিসহ মোট পাঁচ দফা দাবি তোলা হয়।
ইনকিলাব মঞ্চের পাঁচ দফা দাবি হলো যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের গ্রেফতার করতে হবে। গুম কমিশনের প্রতিবেদনের সাথে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করতে হবে। পিলখানা কমিশন, গুম কমিশনের সদস্যরা জীবনের ঝুঁকিতে আছে, তাদের নিরাপত্তা। পিলখানা কমিশন রিপোর্ট প্রকাশ ৩০ নভেম্বর, এই রিপোর্ট তৈরিতে যাদের জবান নেয়া হয়েছে তাদের বক্তব্য জাতির সামনে প্রকাশ করতে হবে। এছাড়া ইতিমধ্যে যাদের সেফ এক্সিট দিয়েছে তাদেরকে, ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা।
পিএ/এসএন