জাতীয় ক্রিকেট লিগের ফাইনালে খুলনার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে রংপুর। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আসরটির ফাইনালে খেলবে রংপুর। গত আসরের মতো এবারও শিরোপা জিতে নিতে চান অধিনায়ক আকবর আলী। ফাইনালকে অন্যান্য ম্যাচের মতোই 'সাধারণভাবে' দেখছেন আকবর।
গতবার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্রথম কোয়ালিফায়ার খেলেই ফাইনালে পৌঁছায় রংপুর। ফাইনালে ঢাকা মেট্রোকে ৬২ রানে গুঁড়িয়ে দিয়ে পাঁচ উইকেটে ম্যাচটি জিতে নেয় তারা। এবার অবশ্য এলিমিনেটর এবং আরেকটি কোয়ালিফায়ার খেলেই ফাইনালে এসেছে দলটি।
ফাইনালের আগের দিন আকবর বলেন, 'ফাইনাল ম্যাচ যদিও, তারপরেও আমি বলবো এটা একটা অন্য আট-দশটা ম্যাচের মতোই একটা ম্যাচ। বাট এটার হয়তো বা সিগনিফিকেন্সটা একটু বেশি। বাট আমরা যেরকম আমরা গেম প্ল্যান করে নামি, হয়তো বা ওই গেম প্ল্যানগুলো নিয়েই আসব। আর চেষ্টা থাকবে অবশ্যই ম্যাচ জেতার।'
টুর্নামেন্টের শুরুর দিকে সেভাবে ভালো না করলেও শেষদিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পায় রংপুর। যার কারণে আত্মবিশ্বাসী এই দলটি। সঠিক সময়ে মোমেন্টাম খুঁজে পাওয়ায় আনন্দিত আকবর। তিনি বলেন, 'সঠিক সময়ে আমরা মোমেন্টামটা পেয়েছি এবং ওটা কাজে লাগছে আমাদের। তো সেইম চেষ্টাটাই থাকবে যে একটা জাস্ট একটা নরমাল ম্যাচের মতো প্ল্যান করা এবং ওইভাবে করে এক্সিকিউট করার ট্রাই করা।'
টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার রংপুরকে জয় এনে দেন নাসির হোসেন। চট্টগ্রামের দেয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে রংপুর ওপেনিংয়ে পাঠায় নাসিরকে। জাহিদ জাভেদকে সঙ্গে নিয়ে তিনি ৭৬ রানের জুটিতে জয়ের ভিতটা গড়ে দেন তিনি।
২৮ বলে ৩৫ রান করে জাহিদ আউট হলেও হাফ সেঞ্চুরি তুলে নেন ৪১ বলে ৫৪ রান করা নাসির। দুই ওপেনারের বিদায়ের পর খেই হারিয়েছিল রংপুরের ইনিংস। শেষ পর্যন্ত দলটিকে জয় এনে দেয় অধিনায়ক আকবর আলীর ২১ বলে ৪০ রানের ইনিংস।
গুরুত্বপূর্ণ সময়ে নাসির ফর্মে ফেরায় আনন্দিত আকবর বলেন, 'নাসির ভাই আসলে প্রত্যেকটা টিমের জন্যই আমার মনে হয় একটা অ্যাসেট। আর বোলিংয়ের কথা যদি বলেন, টুর্নামেন্টের শুরু থেকেই দেখবেন যে উনি নতুন বলেই বল করছিলেন, পাওয়ার প্লেতে বোলিং করছিলেন। আর শেষের, টুর্নামেন্টের শেষের ভাগে এসে উনি টপ অর্ডারে ব্যাটিং করেছেন।' 'আমার ইচ্ছা ছিল উনি তিন নাম্বারে ব্যাটিং করবে। বাট নাসির ভাই নিজে থেকেই ওপেনিংয়ের জায়গাটা চেয়ে নিছে যে আমাদের যেহেতু ওপেনিং ভালো হচ্ছে না, তো আই শুড গো। তো নাসির ভাইয়ের নিজের কল ছিল এটা এবং আমি মনে করি যে খুব ভালো একটা কল নিয়েছেন নাসির ভাই।'
এসএস/এসএন