বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) তাকে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
পোস্টে নুর লেখেন, ‘ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে রাজপথের সাহসী সারথি ইশরাক হোসেনের জুটিবদ্ধ হয়ে চলার নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও শুভকামনা। ঢাকার অবিভক্ত মেয়র মরহুম সাদেক হোসেন খোকা ভাইয়ের বড় ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন গতকাল রাতে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেছেন।’
তিনি লেখেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য টাঙ্গাইল জেলার সাবেক সাংসদ নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে ইশরাক হোসেন বাগদান সম্পন্ন করেছেন।’
তিনি আরো লেখেন, ‘ইশরাক হোসেনের মমতাময়ী মা জনাবা ইসমত হোসেন ও মেয়ের বাবা জনাব নুর মোহাম্মদ খানের উপস্থিতিতে আংটি পরানো হয়েছে। নবদম্পতির কল্যাণময় জীবনের জন্য শুভকামনা।’
আইকে/টিকে