মা ইলিশের প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর চলমান নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের গোসাইরহাটে ইলিশ পরিবহনের সময় যৌথবাহিনী ও মৎস্য বিভাগের অভিযানে ৪০০ কেজিসহ ৩টি ট্রলার জব্দ করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষের নেতৃত্বে গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মাউছাখালী নামক এলাকার মেঘনার শাখা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
গোসাইরহাট উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর চলমান নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে ইলিশ পরিবহন করছে এমন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে আনুমানিক ৪০০ কেজি ইলিশসহ ৩টি ট্রলার জব্দ করা হয়। এ সময় প্রশাসনের টের পেয়ে অসাধু জেলেরা পালিয়ে যায়। পরে জব্দকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা মাদরাসায় বিতরণ করা হয়।
অভিযানের বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কাশেম দেশের একটি গণমাধ্যমকে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার শাখা নদীতে কিছু অসাধু জেলে ইলিশ পরিবহন করছে এমন তথ্যের ভিত্তিতে সকালে যৌথবাহিনী ও উপজেলা মৎস্য বিভাগের অভিযানে তিনটি ট্রলারে আনুমানিক ৪০০ কেজি ইলিশসহ ট্রলারগুলো জব্দ করি। পরবর্তীতে জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। ট্রলার ৩টি মৎস্য বিভাগের হেফাজতে রয়েছে।
প্রসঙ্গত, মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে ৩ অক্টোবর দিনগত রাত ১২টা ১ মিনিটে শুরু হওয়া ২২ দিনের এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।
এমকে/এসএন