নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার নারীসঙ্গ নিয়ে বিস্তর গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জনকেই এবার সিলমোহর দিলেন হার্দিক। শুক্রবার মডেল মাহিকা শর্মার সঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় তাকে। এরপরই সমুদ্রসৈকতে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন।
এই ছবি পোস্ট হওয়ার পর থেকেই শুরু হয়েছে নতুন আলোচনা। ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের অনেকেরই ধারণা, মাহিকার সঙ্গে সম্পর্ককে প্রকাশ্যে আনলেন হার্দিক। এরপরই প্রাক্তন স্ত্রী নাতাশার একটি 'ইঙ্গিতপূর্ণ' পোস্ট ঘিরে ফের চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।
একসময় হার্দিকের অনুরাগীরা নাতাশাকে সম্পর্ক ভাঙার জন্য দায়ী করেছিলেন। তাদের অভিযোগ ছিল, নাতাশাই হার্দিকের সঙ্গে প্রতারণা করেছেন। তবে এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
হার্দিকের এই নতুন ছবি দেখার পর অনেকেই নাতাশার কাছে ক্ষমা চাইছেন। কেউ কেউ আবার কঠিন সময়ে তাকে সাহস যোগাচ্ছেন। যখন হার্দিক তার নতুন প্রেমে মত্ত, সেই সময় একা মায়ের দায়িত্ব পালন করছেন নাতাশা।
মাহিকার সঙ্গে হার্দিকের ছবি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই নাতাশা তার দৈনন্দিন জীবনের একগুচ্ছ ছবি পোস্ট করেন। তিনি কোনো ক্যাপশন ব্যবহার করেননি, শুধু একটি সাদা হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন। সেই সঙ্গে তিনি জনপ্রিয় গান ‘হ্যানা মন্টানা’-এর ‘অর্ডিনারি গার্ল’ গানটি জুড়ে দেন।
নাতাশার এই পোস্ট দেখে অনেকের ধারণা, তিনি নিজেকে 'সাধারণ মেয়ে' হিসাবেই ইঙ্গিত দিয়েছেন। যদিও বিচ্ছেদের পর হার্দিক সম্পর্কে একবারই মন্তব্য করেছিলেন নাতাশা। তখন তিনি হার্দিককে ‘খুব আত্মকেন্দ্রিক’ বলে মন্তব্য করেছিলেন।
আইকে/টিকে