আরবী গানের রাজা আমর দিয়াব পা রাখলেন ৬৪ বছরে

‘হাবিবি ইয়া নূরেল আইন’-বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় আরবি গানগুলোর একটি। গানটির গায়ক, গীতিকার ও সুরকার হলেন মিসরের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আমর দিয়াব। তাকে বলা হয় আরব বিশ্বের সর্বকালের সবচেয়ে সফল ও প্রভাবশালী পপ তারকা। তার গানের রেকর্ড বিক্রি ৩০ মিলিয়নেরও বেশি, যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে সর্বোচ্চ।

আমর দিয়াব জন্মগ্রহণ করেন ১১ অক্টোবর ১৯৬১ সালে মিসরের পোর্ট সাঈদ শহরে। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তার প্রবল আগ্রহ ছিল। মাত্র ছয় বছর বয়সে তিনি জাতীয় অনুষ্ঠানে মিসরের জাতীয় সঙ্গীত পরিবেশন করে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসেরের দৃষ্টি আকর্ষণ করেন। পরে রাষ্ট্রীয় রেডিওতে প্রচারিত সেই পরিবেশনা দিয়েই তিনি প্রথমবার জাতীয় পর্যায়ে পরিচিতি পান। সঙ্গীতপাগল এই শিশুশিল্পীকে তখন একটি গিটার উপহার দিয়েছিলেন স্থানীয় গভর্নর-যা দিয়াবের সংগীতযাত্রার সূচনা করে।

নব্বইয়ের দশকে যখন অধিকাংশ আরবি গায়ক পশ্চিমা ধাঁচে প্রভাবিত হচ্ছিলেন, তখন দিয়াব উল্টো পথে হাঁটেন। তিনি চেয়েছিলেন আরবি ঐতিহ্যবাহী সুরের সাথে পশ্চিমা রিদম মিশিয়ে এমন এক ধারা তৈরি করতে, যা বিশ্বজুড়ে শ্রোতাদের আকৃষ্ট করবে। ১৯৯০ সালে তার ‘মাতখাফিশ’ অ্যালবামের মাধ্যমে তিনি আরব বিশ্বের প্রথম মিউজিক ভিডিও তৈরি করেন, যা প্রচারণায় নতুন মাত্রা আনে।

তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ১৯৯৬ সালে প্রকাশিত অ্যালবাম নূর আল-আইন দিয়ে। এই অ্যালবামের গান ‘হাবিবি ইয়া নূরেল আইন’ প্রকাশের পরই সাড়া ফেলে পুরো আরব বিশ্বে। পশ্চিমা ড্যান্স বিট ও আরবি সুরের অনন্য সংমিশ্রণে গানটি ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকায় জনপ্রিয়তা পায়। ইউরোপের নৃত্যক্লাবগুলোতেও গানটি নিয়মিত বাজতে থাকে। বিশ্বের নানা ভাষায় গানটির রিমিক্স, কভার ও অনুকরণ তৈরি হয়। পশ্চিমবঙ্গের শিল্পী নচিকেতার ‘রাজশ্রী তোমার জন্য’ গানটিও এর সুরে অনুপ্রাণিত।

এই অ্যালবাম দিয়াবকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি ও ‘ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এ বেস্ট সেলিং অ্যালবাম ইন দ্য মিডল ইস্ট পুরস্কার। তিনিই ছিলেন প্রথম মিসরীয় শিল্পী, যিনি এই সম্মান অর্জন করেন। পরবর্তী বছরগুলোতে তিনি আরও তিনবার একই বিভাগে পুরস্কার জেতেন এবং গিনেজ বুকে নাম তোলেন।



আমর দিয়াবের অন্যান্য বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে ‘আউয়্যেদুনি’ (১৯৯৮), ‘আলেম আল্লাহ’ (২০০০), এবং বিশ্বব্যাপী হিট ‘তামাল্লি মা’আক’-যা ইংরেজি, ফরাসি ও রাশিয়ানসহ বহু ভাষায় অনূদিত হয়। বলিউডের জনপ্রিয় গান ‘কাহো না কাহো’-ও এই গানের অনুকরণে তৈরি।

২০০৬ সালে তিনি পেপসির বিজ্ঞাপনে বিয়ন্সে, পিঙ্ক, জেনিফার লোপেজ ও ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে হাজির হন, যা তাকে বৈশ্বিক তারকাখ্যাতি এনে দেয়। ভাষা, ধর্ম বা সীমান্ত-কোনো কিছুই আমর দিয়াবের সঙ্গীতকে থামাতে পারেনি। রাশিয়া থেকে ব্রাজিল, ভারত থেকে ফ্রান্স-সবখানেই তার গান একযোগে বাজে। নিজের সাক্ষাৎকারে তিনি বলেন, “সংগীত নিজেই এক ভাষা, যা হৃদয়ের সঙ্গে কথা বলে।” আজ, ১১ অক্টোবর, এই কিংবদন্তি গায়ক ৬৪ বছর পূর্ণ করলেন-আরও একবার প্রমাণ করে যে, সঙ্গীতের কোনো সীমানা নেই।

Share this news on:

সর্বশেষ

img
জাপানে সুনামির সব ধরনের সতর্কতা তুলে নেওয়া হলো Dec 09, 2025
img
বাবা-ভাইসহ অভিনেত্রী মাসুমি গ্রেপ্তার Dec 09, 2025
img
এক্স-কে ১৪০ মিলিয়ন ডলার জরিমানা, ক্ষুব্ধ ট্রাম্প Dec 09, 2025
img
একই গ্রামে ৩ এমপি প্রার্থী Dec 09, 2025
img
মিথ্যা ভ্রম নয়, বাস্তব সম্পর্কেই বিশ্বাস অনামিকার Dec 09, 2025
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ১৮৩৭ মামলা ডিএমপির Dec 09, 2025
img
চট্রগ্রামে এক সঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক নারী Dec 09, 2025
img
বিজয় দিবসে বিনা টিকিটে মুক্তিযুদ্ধের সিনেমা দেখাবে প্রেক্ষাগৃহ Dec 09, 2025
img
খালেদা জিয়ার সুস্থতাই দেশবাসীর কামনা : টুকু Dec 09, 2025
img
বিজয় দিবসে টিকিট ছাড়াই ঘুরে দেখা যাবে জাদুঘর Dec 09, 2025
img
৬০ ঘণ্টা হ্যান্ডকাফ-শেকল পরিয়ে আরও ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Dec 09, 2025
img
যশোরে মহিলা লীগ নেত্রী মহুয়া গ্রেপ্তার Dec 09, 2025
img
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় স্লিপার বাস, প্রাণ হারাল ১ Dec 09, 2025
img
এপিবিএন সদস্যের নিথর দেহ উদ্ধার Dec 09, 2025
img

উপদেষ্টা সাখাওয়াত

নির্বাচন দেওয়ার শর্ত ছিল না অন্তর্বর্তী সরকারের Dec 09, 2025
img
স্মৃতির কঠিন সময়ে পাশে জেমাইমা, বিগ ব্যাশ ছেড়ে দেশে রয়ে গেলেন Dec 09, 2025
img
ভূমিকম্পে আটকে পড়লে কী করবেন? Dec 09, 2025
img
প্রথমবারের মতো ওমরাহ পালন করতে গেলেন জায়েদ খান Dec 09, 2025
img
নারী জাগরণের আলোক দিশারী বেগম রোকেয়া: তারেক রহমান Dec 09, 2025
img
খালেদা জিয়াকে লন্ডন নিতে আরও অপেক্ষা করবে মেডিক্যাল বোর্ড Dec 09, 2025