জয়পুরহাটে বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশী নেতার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের মাঝে প্রচার এবং দলের অভ্যন্তরীণ ঐক্য জোরদারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল শনিবার (১০ অক্টোবর) সকালে জয়পুরহাটের কালাই পৌর শহরের পুলিশ প্লাজার সামেন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
এ সময় কেন্দ্রীয় কৃষকদলের জলবায়ু বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ বলেন, তারেক রহমানের নেতৃত্বে তার ঘোষিত ৩১ দফার ভিত্তিতেই আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নের এক যুগান্তকারী রূপরেখা।
সমাবেশে বক্তারা দলের অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানান। তারা বলেন, দলীয় ঐক্যই পারে গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে।
সমাবেশ শেষে প্রায় দুই হাজার মোটরসাইকেলে চার হাজারেরও বেশি নেতাকর্মী বিশাল মোটরসাইকেল শোডাউন করেন। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ শোডাউনটি উপভোগ করেন। এতে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্বাস আলী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ফজলে কাদের সোহেল। এরা তিনজনই জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ছিল শোভাযাত্রা, লিফলেট বিতরণ।
এবি/টিকে