অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আবারও নিজের প্রতিভার প্রমাণ রাখলেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ২৫৮ বলে ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে শক্ত ভিত উপহার দেন তিনি। ইনিংসটি সাজান ২২টি চমৎকার বাউন্ডারিতে। তবে দুর্ভাগ্যজনকভাবে অধিনায়ক শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে ইনিংসটি থেমে যায় তার।
২৩ বছর বয়সেই জয়সওয়াল এখন এক অনন্য উচ্চতায়। ২৪ পূর্ণ হওয়ার আগেই পাঁচবার ১৫০+ রানের ইনিংস খেলেছেন তিনি, যা ইতিহাসে কেবল দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথেরই আছে।
দিন শেষে মাঠের ধারে এক হৃদয়স্পর্শী মুহূর্তে দেখা মেলে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারার সঙ্গে। মজার ছলে লারা বলেন, ‘আমাদের বোলারদের এত মেরো না, প্লিজ! জয়সওয়াল হেসে জবাব দেন, ‘আমি তো শুধু চেষ্টা করছি।’
বিসিসিআই প্রকাশিত এক ভিডিওতে নিজের ইনিংস নিয়ে জয়সওয়াল বলেন, ‘আমি সব সময় দলকে আগে রাখি, এই মুহূর্তে দলের জন্য কী গুরুত্বপূর্ণ, আমি কিভাবে খেললে দলের উপকার হবে, সেটাই ভাবি। যদি শুরুটা ভালো পাই, তাহলে চেষ্টা করি যত বড় ইনিংস খেলা যায়।’
তিনি আরো জানান, সাই সুদর্শন ও শুভমান গিলের সঙ্গে পার্টনারশিপে দুজনেই স্ট্রাইক রোটেট করে এবং খারাপ বলগুলো কাজে লাগিয়ে বোলারদের ওপর চাপ ধরে রাখেন।
এই ইনিংসের মাধ্যমে জয়সওয়ালের নামের পাশে যুক্ত হলো টেস্টে সপ্তম সেঞ্চুরি।
অল্পের জন্য হাতছোঁয়া দূরত্বে ছিল ডাবল সেঞ্চুরি, যা হলে এটি হতো তার তৃতীয় টেস্ট ডাবল সেঞ্চুরি। এর আগে ২০২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে দুটি ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি।
তার এই পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন সাবেক ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারও। গাভাস্কার বলেন, ‘জয়সওয়ালের শট নির্বাচন ও মানসিক দৃঢ়তা সত্যিই প্রশংসনীয়। এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, তবে ভারত দীর্ঘদিন তার ব্যাটে ভরসা পাবে।
এমআর/এসএন