কুমিল্লা পৌর যুবলীগের সহসভাপতি কাজী তরিকুল ইসলামকে (কাজী সুমন) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
আজ রবিবার (১২ অক্টোবর) দুপুরে সুমনকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কাজী তরিকুল ইসলাম (সুমন) দেবীদ্বার পৌর এলাকার মরহুম কাজী আব্দুর রাজ্জাকের ছেলে।
তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার এজহারনামীয় আসামি। সুমন সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের আস্থাভাজন ছিলেন এবং দেবীদ্বারের সিএনজি স্ট্যান্ড নিয়ন্ত্রণ করতেন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মইনউদ্দিন বলেন, ঢাকার মোহাম্মদপুরে সেনাবাহিনীর হাতে কাজী তরিকুল ইসলাম (সুমন) আটক হয়। পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করলে সেখান থেকে আমরা দেবীদ্বার থানায় নিয়ে আসি।
পরে আজ রবিবার দুপুরে কুমিল্লা আদালতে পাঠাই। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সুমন বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে রুবেল হত্যা মামলার এজহারনামীয় আসামি বলে জানান এই কর্মকর্তা।
এমআর/এসএন