জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন, ‘নির্বাচনকে সামনে রেখে দেশে কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির দাবি তুলেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। বাংলাদেশের বাস্তবতায় এই পদ্ধতি উপযোগী নয়।
রবিবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে নিজ বাসভবনে জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, ‘দেশের মানুষ এখন ভোট দিতে চায়।
কিছু রাজনৈতিক দল ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সংস্কারের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে-এ বিষয়ে বিএনপি সতর্ক এবং এসব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত।’
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এসব বিভ্রান্তি রুখে দিতে গ্রাম থেকে ওয়ার্ড, ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
এ নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় আনতে চায়। তাই ভোটারদের ঘরে ঘরে পৌঁছানোই বিএনপির এখন প্রধান লক্ষ্য।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, সদস্য নূরে আলম ফরাজী, উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছবর আলী, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জামির আহমেদ, বিএনপি নেতা হাবিবুর রহমান, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন শাহ মো. লিয়াকত, এমদাদুর রহমান হিরন, সাইদুর রহমান, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা প্রমুখ।
টিজে/এসএন