প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। কিছু না কিছু দ্বারা সেই শূন্যস্থান পূরণ হয়ে যায়। এই মহাজাগতিক নিয়ম সবার জন্যই। ক্রিকেটও এর ব্যতিক্রম নয়।
যেমনটা ক্রিকেটের ‘ফেভ ফোর’ নিয়ে কথা হচ্ছে। টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলি অবসর নেওয়ায় জো রুট, স্টিভেন স্মিথ ও কেন উইলিয়ামসনের নিয়ে গড়া টার্মটা এখন বলা যায় শেষের পথে। বাকিরাও হয়তো এক-দুই বছর খেলার পর ব্যাট-প্যাড তুলে রাখবেন ভারতীয় কিংবদন্তির মতোই।
কেননা রুট (৩৪), স্মিথ (৩৬), উইলিয়ামসনরা (৩৫) এখন ক্যারিয়ারের গোধূলিলগ্নে।
তাদের শূন্যস্থান কারা পূরণ করবে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। সেই আলোচনায় নিজের মত দিয়েছেন আকাশ চোপড়া। ভারতের সাবেক ব্যাটার ও ধারাভাষ্যকারের মতে, ভবিষ্যত ‘ফেভ ফোর’ হচ্ছেন দুই ভারতীয়র সঙ্গে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের এক ব্যাটার।
আকাশের মতে, আগামীর চার নেতৃত্বস্থানীয় ব্যাটার হচ্ছেন— শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, হ্যারি ব্রুক ও রাচিন রবীন্দ্র।
সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে বলেছেন, ‘আমার মতে, ভবিষ্যৎ ফেভ ফোরের দেখা মিলেছে। শুবমান গিল ফেভ ফোরের অংশ এবং ভবিষ্যতে সব সংস্করণেরই। একই মত জয়সওয়ালের ক্ষেত্রেও। এখন অবশ্য একটা সংস্করণে মনোযোগী সে। তবে আগামীতে তিন সংস্করণেই ভালো খেলবে।
পরের নামটি হ্যারি ব্রুক। যে নিজের স্টাইলে তিন সংস্করণে রাজত্ব করছে। চতুর্থজন হচ্ছেন রাচিন রবীন্দ্র। টেকনিক এবং টেম্পারমেন্ট উভয়ই ভালো তার।’
আইকে/এসেএন