অস্তিত্ব টিকাতে দৌড়াদৌড়িতে এনসিপি : মোস্তফা ফিরোজ

সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্তিত্ব টিকিয়ে রাখতে দুই বড় দলের একটি বেছে নিতে হবে। নতুবা দলটির অস্তিত্ব সংকট রয়েছে।’    

তিনি বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচনের বিষয়ে সবাই একমত। কিভাবে হবে, কেমনে হবে পদ্ধতি নিয়ে বিতর্ক চলছে।

সে বিতর্ক হয়তো শেষ হয়ে যাবে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনটা কেমনে হবে? কিভাবে হবে? বিএনপি চেষ্টা করছে জোট গড়ার, আবার জামায়াতও জোট গড়ার চেষ্টা করছে। কিন্তু তরুণদের যে দল এক বছর আগে যারা সফলভাবে একটা অভ্যুত্থান করল, তারা কী করবে। এনসিপি আছে একটা মহাবিপাকের মধ্যে।

তারা না যেতে পারছে বিএনপিতে, না যেতে পারছে জামায়াতে। এনসিপির অস্তিত্ব টিকিয়ে রাখতে দুইটা বড় দলের যেকোনো একটা দলকে তাদের বেছে নিতে হবে।

রবিবার (১২ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে মোস্তফা ফিরোজ এসব কথা বলেন।

মোস্তফা ফিরোজ বলেন, তারা যদি বিএনপি অথবা জামায়াতে জোট গড়ে আসলেই কি তাদের অস্তিত্ব টিকে থাকবে, সে নিয়েও প্রশ্ন রয়েছে।

এই দুটির কোনো একটি দলের সঙ্গে যদি তারা জোটবদ্ধ হয়, তা নিয়েও কিন্তু তারা শঙ্কার মধ্যে আছে। যেমন তারা মনে করছে যে বিএনপির সঙ্গে যদি জোট বাঁধে তাহলে মোটামুটি তাদের যে একটা মধ্যপন্থা চরিত্র আছে, এটা ঠিক থাকবে। কিন্তু সমস্যা হলো বিএনপির প্রার্থী তো এক না, একাধিক। ধানের শীষের নমিনেশন না পেলে স্বতন্ত্র দাঁড়াবে। সেখানে যদি এনসিপির জন্য ছাড়ও দেওয়া হয় তারপরও সেখান থেকে এনসিপি প্রার্থীর জিতে আসা কঠিন।

আবার নির্বাচন কমিশন বলছে, যার যার দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। তাহলে অবস্থাটা কি দাঁড়াবে?

মোস্তফা ফিরোজ বলেন, জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতায় গেলে এনসিপির গায়ে একটি নির্দিষ্ট মতাদর্শের ট্যাগ লাগবে। এই যে ট্যাগটা, এটাও তারা চায় না। কারণ তারা ইতিমধ্যেই বলেছে তারা মধ্যপন্থী দল। তারা কোনো উগ্রবাদী মতাদর্শের লোক না। জামায়াত যেহেতু একটা ধর্মীয় দল।

সুতরাং ওই ধর্মীয় দলের কোনো ট্যাগ তারা লাগাতে চায় না। এ নিয়ে তাদের দলের মধ্যেই নানা বিভক্তি। একপক্ষ ছুটছে জামায়াতের পেছনে, আরেক পক্ষ ছুটছে বিএনপির পেছনে। আবার আরেক পক্ষ ছুটছে এর বাইরে তৃতীয় কোনো জোট করা যায় কি না। এ জন্য গণতন্ত্র মঞ্চসহ নানা দলের সঙ্গে তারা ইতিমধ্যে কথাও বলেছে। কিন্তু বিষয়টা এখনো নিশ্চিত হয়নি। তৃতীয় যে জোট সেই জোটটা এখনো ভাসাভাসা অবস্থার মধ্যে আছে। তারা সংগঠিত না। আর সেখানে যদি তারা যুক্ত হয় তাহলে কি জিতে আসতে পারবে। এই নিয়ে তারা আলাপ-আলোচনা করছে এবং এখনো পর্যন্ত তার কিন্তু সুরাহা হয়নি।

তিনি বলেন, ইতিমধ্যে কিন্তু এনসিপি নেতাদের নানা রকম হতাশা বের হয়ে আসছে। যে কারণে তারা বলছে, উপদেষ্টারা কথা রাখেনি। তারা ‘সেফ এক্সিট চাচ্ছে; কেউ কেউ এজন্য বিভিন্ন দলের সঙ্গে তারা লিয়াজোঁ করছে; তারা আখের গোছাচ্ছে’ এসব কথাবার্তা বলছে। উপদেষ্টারাও এখন উত্তর দিতে শুরু করেছে। এগুলো সবই হচ্ছে হতাশার বহিঃপ্রকাশ।

তিনি আরো বলেন, ‘অভ্যুত্থানের মধ্যদিয়ে গড়ে ওঠা দলটি যদি নিজেদের মতো করে শক্তি নিয়ে দাঁড়াত তাহলে অন্য দলগুলো তাদেরকে দলে ভিড়াতে চাইত। কিন্তু এখন এনসিপিকে ছুটতে হচ্ছে, এনসিপির পেছনে কেউ ছুটছে না। এনসিপি ছুটতেছে। ইতিমধ্যে এক বছর পার হতে না হতেই দলের দুর্বলতা ফুটে উঠছে। সব মিলিয়ে কঠিন এক বাস্তবতার মধ্যে আছে। তারা না যেতে পারছে বিএনপিতে, আবার না পারছে জামায়াতের দিকে যেতে। এই অবস্থায় এনসিপি এখন দোদুল্যমান।

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ডিসেম্বরে শেষ হবে জুলাই স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ : ডিএসসিসি প্রশাসক Oct 13, 2025
img
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএড প্রেসিডেন্টের সাক্ষাৎ Oct 13, 2025
img
একসঙ্গে ২০ জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনি গোষ্ঠী Oct 13, 2025
img

জুলাই সনদ

গণভোটের সময় নিয়ে নিজ অবস্থানে অনড় বিএনপি-জামায়াত-এনসিপি Oct 13, 2025
img

সড়ক দুর্ঘটনায়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ১ Oct 13, 2025
img
মা ইলিশ রক্ষায় এবার হেলিকপ্টার টহল দিচ্ছে বিমান বাহিনী Oct 13, 2025
img
স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের অংশগ্রহণ Oct 13, 2025
img
হাসিনার পক্ষের লোকদের ঘুসের বিনিময়ে পদায়ন করা হচ্ছে : হাসনাত Oct 13, 2025
img
ট্রাম্পের সভাপতিত্বে শান্তি বৈঠক আজ, থাকছেন গুতেরেসও Oct 13, 2025
img
ট্রাম্পের সঙ্গে ফের ফোনালাপ জেলেনস্কির Oct 13, 2025
img
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন : সামান্তা শারমিন Oct 13, 2025
img
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক Oct 12, 2025
img

নারী ওয়ানডে বিশ্বকাপ

ভারতকে উড়িয়ে অস্ট্রেলিয়ার ইতিহাস গড়া জয় Oct 12, 2025
img
এনসিপি বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে : ইশরাক Oct 12, 2025
দীর্ঘ কয়েক বছর পর হাটার রাস্তা পেল ভোলার পাঁচ গ্রামের মানুষ Oct 12, 2025
img
ফেসবুকে রহস্যময় পোস্ট বাপ্পারাজের, উদ্বেগে ভক্তরা! Oct 12, 2025
img
‘প্রথম ম্যাচের ওপর নির্ভর করছে কোয়ালিফাই’ Oct 12, 2025
img
মিরাজ ক্যাপ্টেন ম্যাটেরিয়াল: ফারুক আহমেদ Oct 12, 2025
img
আগামী ৫ দিন দেশের ৩ বিভাগে বজ্র-বৃষ্টির আভাস Oct 12, 2025
img

নতুন দলের নিবন্ধন

‘তদন্ত নয়, প্রহসন’, ইসিকে ঘিরে অপেক্ষায় থাকা দলগুলোর ক্ষোভ Oct 12, 2025