আজ মধ্যরাতে শেষ হচ্ছে হজের নিবন্ধনের সময়। রবিবার (১২ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত নিবন্ধন করা যাবে। তবে শেষ মুহূর্তেও কোটার তিন ভাগের একভাগ পূর্ণ হয়নি।এদিকে অবশ্য নিবন্ধনের সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
অবশ্য ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধনের সময় বাড়ানো হবে কি না তা আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) জানা যাবে।
ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধন কবে শেষ হবে সেটি সৌদি আরবের সিদ্ধান্ত। সৌদির রোডম্যাপ অনুযায়ী রবিবার নিবন্ধনের সময় শেষ হচ্ছে। সৌদি সরকার নিবন্ধনের সময় না বাড়ালে ধর্ম মন্ত্রণালয়ের কিছু করার নেই।
সময় বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তাদের অনুমতি পাওয়া গেলেই ধর্ম মন্ত্রণালয় সময় বাড়ানোর ঘোষণা দেবে।
হজ পোর্টালের সর্বশেষ রোববার রাত সাড়ে ৯টার তথ্য অনুযায়ী, মোট ৪২ হাজার ২২৭ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৬৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৮ হাজার ৫৬৪ জন।
চলতি বছর বাংলাদেশের হজের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। সেই অনুযায়ী এখন পর্যন্ত তিন ভাগের এক ভাগ হজযাত্রীও নিবন্ধন করেননি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
এমআর/এসএন