গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়িচাপায় আহত অজ্ঞাত এক নারী চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন।
রবিবার (১২ অক্টোবর) রাতে গোপালগঞ্জ আড়াই শ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, গত শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় অজ্ঞাত বাসের চাপায় ওই নারী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে নিহত ওই নারীর নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারিনি পুলিশ।
পিএ/টিএ