খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি শুরু ১৯ নভেম্বর

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'এ' 'বি' ও 'সি' ইউনিটে উত্তীর্ণ পরীক্ষার্থীদের আগামী ১৪ নভেম্বরের মধ্যে অনলাইনে ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণ করতে হবে।

'এ' ইউনিটে মেধা তালিকা থেকে আগামী ২৬ নভেম্বর ভর্তি করা হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে আগামী ১ ডিসেম্বর।

‘বি’ ইউনিটে মেধাতালিকা থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ভর্তি করা হবে আগামী ২১ নভেম্বর।

‘সি’ ইউনিটে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মেধাতালিকা থেকে আগামী ১৯ নভেম্বর ভর্তি করা হবে। এছাড়া আগামী ২৭ নভেম্বর আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে।

এছাড়া ‘ডি’ ইউনিটে উত্তীর্ণ পরীক্ষার্থীদের আগামী ২ ডিসেম্বর মেধাতালিকা থেকে ভর্তি করা হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd) পাওয়া যাবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ