মুক্তি পেয়েছে গায়ক, সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক শাহাদাত হোসেন নাদিমের নতুন গান-ভিডিও ‘একটি জোড়া হলুদ পাখী’। গানটি লিখেছেন গোলাম মোর্শেদ। নাদিমের গান নিয়ে এই গীতিকার বললেন, গানটা শুনে আমি কিছুক্ষণের জন্য চুপ করে রইলাম এবং আবিষ্কার করলাম, ওর ভীষণ সুরেলা গলা এবং আমার ভাবনার বাইরে ভীষণ ভালো সুর করেছে নাদিম। আন্দাজ ছিল না, ও এতটা দায়িত্ব নিয়ে লিরিকটি বুঝে এর সুর করবে। অথচ তাই করে আমাকে চমকে দিল নাদিম।
গোলাম মোর্শেদ আরও বলেন, এই পৃথিবীতে এবং তার বাইরে সীমানাবিহীন পথে পথে আমাদের মন ঘুরে বেড়ায় স্বপ্নের নভোযানে চড়ে। কিন্তু স্বপ্ন আর বাস্তবতার ফারাকে আমরা বুকের ক্ষত বাড়িয়েই করতে থাকি আমাদের জীবন যাপন। সেই বেদনাকে তুলে ধরা হয়েছে এই গানের লিরিকে এবং সুরে।