উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত পরিবারের পাশে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ কথা জানিয়েছেন দলটির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে আয়োজিত নিহত পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে সরকার তাদের ভুলে যাক, আমরা তা চাই না। তাদের যেন মানুষ সব সময় মনে রাখে সেদিকেও লক্ষ রাখতে হবে। তারারটেকে যে সড়কটি নির্মিত হচ্ছে, বিএনপির পক্ষ থেকে আমি সেই সড়কটি তিনজন শিশুর নামে নামকরণ করার প্রস্তাব করেছি। প্রয়োজন হলে সিটি করপোরেশনে দরখাস্ত দেওয়া হবে। এ ছাড়াও আমরা অনেককেই সাহায্য-সহযোগিতা করেছি। প্রয়োজন হলে আরও সহযোগিতা আমাদের তরফ থেকে চলমান থাকবে।
সভায় হাইকোর্টের রায় অনুযায়ী নিহত পরিবারের সদস্যদের ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান এবং অন্যান্য মানবিক সহায়তার বিষয়ে আলোচনা হয়।
নিহত পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সরকার আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না, এমনকি হাইকোর্টের দেওয়া রায়ের ক্ষতিপূরণের টাকাটিও আমরা এখনো পাইনি। নানা গড়িমসিতে বিষয়টি দীর্ঘায়িত করা হচ্ছে। তারা আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান তারা।
এর জবাবে আমিনুল হক বলেন, দুর্ঘটনার শুরু থেকেই বিএনপি তারেক রহমানের নির্দেশে নিহত পরিবারের পাশে রয়েছে। অতি শিগগির তিনি নিজেও আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
তিনি আরও আশ্বস্ত করেন, নিহত পরিবারের পাশে মানবিক দায়বদ্ধতা থেকে বিএনপি সর্বদা থাকবে এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভা শেষে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এমকে/এসএন