রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে লাগা আগুনে পুড়ে অন্তত ১৬ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
এ দুর্ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল ও বার্ন ইনস্টিটিউটসহ অন্যান্য হাসপাতালে সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা।
প্রসঙ্গত, রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুন রাস্তার বিপরীত পাশে একটি গার্মেন্টস এ ছড়িয়ে পড়ে। এতে বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়।
নিহত ১৬ জনের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। বুধবার (১৫ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রেখে পরবর্তীতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ইএ/এসএন