বিশ্বকাপে স্লো ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছে ভারতীয় দল। গত ১২ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ভারতীয় দল নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছে।
বিশাখাপত্তনমে ৩৩০ রান করেও হারের মুখ দেখেছে ভারত। সেই রান ডিফেন্ড করতে গিয়ে বাড়তি সময় খরচ করেছে ভারত। শেষ পর্যন্ত ৩ উইকেটের ব্যবধানে হারে হারমানপ্রীত কৌরের দল।
অধিনায়ক হারমানপ্রীত ম্যাচ রেফারির কাছে দোষ স্বীকার করেছেন। এর ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ভারতের ক্রিকেটারদের ফি-এর ৫শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসি আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে।
বর্তমানে ভারত পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। তারা বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম দুটি ম্যাচ জিতে নিয়েছে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে যদিও হারতে হয়েছে তাদের। তাদের পরবর্তী ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে ইন্দোরে মাঠে নামবে বিশ্বকাপের আয়োজকরা।
আইকে/টিএ