প্রায় তিন সপ্তাহ পর নতুন জেলা প্রশাসক পেল চট্টগ্রাম। নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন সাইফুল ইসলাম। তিনি ৯ নভেম্বর ২০২৪ থেকে ফেনী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে অর্থ বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের এই কর্মকর্তা।
বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাইফুল ইসলাম সদ্য বদলিকৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমের স্থলাভিষিক্ত হলেন। ফরিদা খানমকে ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে বদলি করা হয়, তখন থেকে চট্টগ্রামের ডিসি পদ শূন্য ছিল।
অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান এতদিন ভারপ্রাপ্ত ডিসি হিসেবে রুটিন দায়িত্ব পালন করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী সাইফুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিজ্ মনিরা হক। এছাড়া, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মিজ আফছানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আইকে/টিএ