আবু ধাবি টি–টেন লিগে এবার নতুন দলে দেখা যাবে সাকিব আল হাসানকে। গত কয়েক মৌসুমে তিনি খেলেছেন বাংলা টাইগার্সের হয়ে। তবে আসন্ন নবম আসরে ফ্র্যাঞ্চাইজি বদলে এই অলরাউন্ডার খেলবেন রয়্যাল চ্যাম্পসের হয়ে।
টি–টেন লিগের নবম আসর মাঠে গড়াবে আগামী ১৮ থেকে ৩০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে। এবারের আসরে যোগ দিয়েছে পাঁচটি নতুন দল ভিস্তা রাইডার্স, অ্যাসপিন স্ট্যালিয়ন্স, রয়্যাল চ্যাম্পস, আজমান টাইটানস ও কোয়েটা ক্যাভালরি।
ফ্র্যাঞ্চাইজিগুলো যোগ দেবে আগের আসরের চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস ও নর্দার্ন ওয়ারিয়র্সের সঙ্গে। ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন এবার খেলবেন নতুন ফ্র্যাঞ্চাইজি কোয়েটা ক্যাভালরির হয়ে।
যেখানে তার সতীর্থ হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, পাকিস্তানের মোহাম্মদ আমির, জিম্বাবুয়ের সিকান্দার রাজা, যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রিস গাউস, সাউথ আফ্রিকার ইমরান তাহির ও আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।
অন্যদিকে, ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিংও ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। ৪৫ বছর বয়সী হরভজন এবার খেলবেন অ্যাসপিন স্ট্যালিয়ন্সের হয়ে, এই ফ্র্যাঞ্চাইজিটিও নবাগত।
তার সঙ্গে একই দলে আছেন ইংল্যান্ডের উইকেটকিপার স্যাম বিলিংস, বাঁহাতি পেসার টাইমাল মিলস, ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার আন্দ্রে ফ্লেচার, শ্রীলঙ্কার অভিষ্কা ফার্নান্দো ও বিনুরা ফার্নান্দো, এবং আমিরাতের জোহাইর ইকবাল।
এবি/টিকে