রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেন, ‘জুলাই সনদ সাইন না হওয়াটা খুবই দুর্ভাগ্যজনক হবে। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি না শেখ হাসিনা পতনের আগে সংস্কার অনেক বড় এজেন্ডা ছিল। তার পরও আমরা সংস্কার প্রয়োজন বলে মনে করি। এটাকে আমি উড়িয়ে দিতে চাই না।’
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নিজ ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ বলেন, ‘যেহেতু রাষ্ট্র কিভাবে ফাংশন করে সেটা মোটামুটি বুঝি, এখনো বোঝার চেষ্টা করছি, তাই মনে করি বেশ কিছু সংস্কার আছে, যেগুলো হলে জাতির জন্য এই রাষ্ট্রের জন্য ভালো হবে। আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সাহায্য করবে। কিন্তু লিখে দিলেই হয়ে যাবে, এগুলো খুবই নভিস চিন্তা। সারা পৃথিবীতে কী হচ্ছে, না হচ্ছে তারা আসলে খোঁজখবর রাখেনই না।’
তিনি বলেন, ‘কিছু সংসার করতে পারলে ভালো ছিল। আমি সত্যিকার অর্থে মনে করি, সবার নোট অব ডিসেন্ট গুলো যদি সরিয়েও ফেলি, আমাদের সংস্কারের জুলাই সনদের যে চেহারা দাঁড়াচ্ছে, আমি মোর দেন হ্যাপি। আমরা অনেক কিছুই দীর্ঘদিন ভেবেছি, হয়নি। কিন্তু এখন হয়েছে। আমি জাস্ট একটা বলি, যদি বলি সচিবালয়সহ বিচার বিভাগের পূর্ণাঙ্গ পৃথক্করণ হচ্ছে, এটা বিরাট অর্জন।’
এ বিষয়ে তিনি আরো বলেন, ‘এটা টেকনিক্যালি হয়ে গেলেই যে সব সময় স্বাধীন বিচার বিভাগ হয়ে যাবে, তা নয়। সেটা আরেক আলোচনা। কিন্তু যেহেতু থিওরিটিক্যাল আলোচনা করছি, যা-ই হোক এই সনদটা স্বাক্ষরিত হওয়া উচিত। নোট অব ডিসেন্টসহই উচিত।’
কেএন/টিএ