যথাযথ পলিসির অভাবে ব্যবসায়ী প্রজন্ম তৈরি হচ্ছে না বলে মন্তব্য করেছেন এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি)-এর সভাপতি মোহাম্মদ আমিরুল হক। তিনি বলেছেন, ‘এখন কথায় কথায় আমরা শুনি, আমরা সবচেয়ে খারাপ লোক, আমরা বিদেশে টাকা পাচার করি, আমরা মুনাফা করি, আমরা লুটেরা।’
‘বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক পলিসি কনক্লেভে অংশ তিনি বলেন, ‘আমাদের যদি এসব অপবাদই দেওয়া হয়, তাহলে ৯৫ এর পরে নতুন কোনো প্রজন্ম ব্যবসা করতে এখানে আসে নাই কেন। এর কারণ এখানে যথাযথ পলিসি নেই।’
তিনি বলেন, ‘যথাযথ পলিসির অভাবে নতুন প্রজন্ম ব্যবসায়ে সম্পৃক্ত হতে চাই না। আমি এনবিআরের চেয়ারম্যানের কাছে গেলাম, তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হয়। কারো কাছে গেলেই যেন তুচ্ছ তাচ্ছিল্য। এই যদি ব্যবসায়ীদের জায়গা হয়, তাহলে ব্যবসা কে করবে। নেক্সট জেনারেশন কি ব্যবসা করতে আসবে কিনা বলেন।’
আমিরুল হক বলেন, ‘আপনি পলিসি তৈরি করবেন, উইদাউট দা পাবলিক হিয়ারিং; আপনি বাজেট তৈরি করবেন, উইদাউট পাবলিক হিয়ারিং; আপনি বছরের মধ্যে এসে ট্যাক্স লাগিয়ে দেবেন, উইদাউট পাবলিক হিয়ারিং। আমরা কোন ডোমেইনে আছি! আপনার ইচ্ছে হলো আপনি এআইটি ট্যাক্স লাগিয়ে দিলেন। এভাবে তো হয় না।’
তিনি বলেন, ‘এই ব্যবসায়িক ইন্ডাস্ট্রিতে আমরা পড়াশোনা করে এসেছি। চাকরি করলে বাংলাদেশে হয়তো ব্যাংকের এমডি হতাম। আর না হলে বাংলাদেশের টপনচ একজন সেক্রেটারি হতাম। আর রাজনীতি করলে বহু আগেই মন্ত্রী মিনিস্টার হয়ে যেতাম। আমরা এই দেশের দুর্ভাগা সন্তান। আমরা আমাদের কথা বলতে পারি না।’
তিনি বলেন, ‘বাংলাদেশের ফার্মাসিউটিকালস কিন্তু বিদেশীরা করে নাই, বাংলাদেশের গার্মেন্টসে কিন্তু কোনো বিদেশীর দরকার নাই, বাংলাদেশের এলপিজিতেও বাংলাদেশিরা ক্যান ডু দ্যাট। সিমেন্টের মতো ইন্ডাস্ট্রিতে বাংলাদেশিরা ভালো করছে। পেট্রোকেমিক্যালে বাংলাদেশীরা ডুইং ওয়ান অব দি বেস্ট। কি করতে পারে না বাংলাদেশিরা?’
কেএন/এসএন