পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসরাইল ও হামাস। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি সেনাবাহিনী এখনও উত্তর গাজার শুজাইয়ার পূর্বাঞ্চলে গোলাবর্ষণ করছে। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, গাজায় মানুষ হত্যা অব্যাহত থাকলে গাজার ভেতরে হামাস সদস্যদের হত্যা করা হবে।
অন্যদিকে হামাসের হাতে এখনো ইসরাইলের কয়েকজন জিম্মির মরদেহ থাকায় উভয় পক্ষের মধ্যে টানাপড়েন বাড়ছে। ইসরাইল সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান বলেছেন বলেছেন, হামাসের হাতে এখনো ১৯ জিম্মির মরদেহ রয়েছে। দেরি না করে সেগুলো হস্তান্তর করতে হবে।
এদিকে, হামাসের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাসটি এখন গাজায় পৌঁছেছে। এই বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। ইসরাইল থেকে মুক্ত ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসগুলো রামাল্লায় পৌঁছায়। আল-জাজিরা জানিয়েছে, সরাসরি সম্প্রচারে দেখা গেছে, ইসরাইল কর্তৃপক্ষের মুক্তি দেয়া কিছু ফিলিস্তিনি বন্দিকে বহনকারী বাস রামাল্লায় পৌঁছেছে। এর আগে দক্ষিণ ইসরাইলের নেগেভ কারাগার থেকে মুক্ত বন্দিদের নিয়ে আরও কয়েকটি বাস গাজার উদ্দেশে যাত্রা করে।
এছাড়া, হামাসের এক জ্যেষ্ঠ নেতা দাবি করেছেন, গেলো শুক্রবার থেকে ইসরাইল গাজায় অন্তত ২৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্য দিয়ে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। এদিকে যুদ্ধবিরতির পরেও এখনও গাজার মানুষ খাদ্য, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পাচ্ছেন না। ইসরাইলের একটি সংস্থা জানিয়েছে, গাজা ও মিশরের মধ্যে রাফাহ ক্রসিংটি খোলার ক্ষেত্রে আরো বিলম্ব হবে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে একটি পোস্টে বলেছেন, যদি হামাস চুক্তি বহির্ভূত গাজায় মানুষ হত্যা করতে থাকে, তাহলে আমাদের সেখানে গিয়ে তাদের হত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ‘আমরা’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন ট্রাম্প সে সম্পর্কে স্পষ্ট করে বলেননি। তবে এর আগে বুধবার তিনি বলেছিলেন, গাজায় আমাদের মার্কিন সেনাবাহিনীর জড়িত থাকার প্রয়োজন হবে না।
অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে যে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার আর মিসরে অনুষ্ঠিত গাজা সংক্রান্ত সম্মেলনে অংশ নেবেন না। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মিসরে অনুষ্ঠিত একটি সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী ট্রাম্পকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু উল্লেখ করেছেন যে ছুটির শুরুর সময়ের কাছাকাছি হওয়ায় তিনি অংশগ্রহণ করতে পারবেন না।
টিজে/টিএ