তীরে এসে নৌকা ডুবার আতঙ্ক বাড়ছে মন্তব্য করে সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, শিরোনামে যে নৌকার কথা বলা হয়েছে, এই নৌকার সঙ্গে আওয়ামী লীগের নৌকার কোনো সম্পর্ক নেই। এই নৌকা ড. ইউনূসের নৌকা। ড. ইউনূসের নৌকা মানে আমি বুঝাতে চাচ্ছি, তার যে একটা আশ্রয় ছিল, সেটা এখন অনেকটায় হারিয়ে যাচ্ছে।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওবার্তায় তিনি বলেন, ‘গত ১৪ মাসে ড. ইউনূসের সফলতা বলেন, ব্যর্থতা বলেন; আমি কোনো বিষয় নিয়ে সমালোচনা করব না। কিন্তু বাস্তবতা হলো, তার সেই সঙ্গী সাথীগুলো এখন আর কেউ নেই। কেউ তাকে ওভাবে বিশ্বাস করছেন না, তার নেতৃত্বে এই সাগর পাড়ি দেওয়ার অর্থাৎ যেভাবে অতীতে তারা তার নৌকার যাত্রী হয়ে বিপদসংকুল পথ অতিক্রম করার স্বপ্ন দেখতো সেটা আর করছেন না।’
রনি বলেন, ‘এখন সেই স্বপ্ন আর নেই। নৌকা যেভাবে ফুটো হয়ে গেলে মানুষ লাফিয়ে পড়ে, তেমনি কোনো কারণে ড. ইউনূসের নৌকা ফুটো হয়ে গেছে। এবং এই কথাটি ড. ইউনূস সাংবাদিক নুরুল কবিরের সঙ্গে খোলামেলা বলেছেন। নুরুল কবির একটা সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞাসা করলেন যে, আপনার বন্ধু-বান্ধবরা আপনার সম্পর্কে কি বলে বা তারা কি যোগাযোগ করে? তো ড. ইউনূস বললেন- না, তারা আমাকে এখন আর বিশ্বাস করে না।’
‘তারা সেই অতীতে আমি যে পার্টি করেছিলাম, রাজনৈতিক দল করেছিলাম, তখন তারা সবাই এসেছিলেন। তো তাদের সঙ্গে পরামর্শ না করে, কথাবার্তা না বলে, আমি যেভাবে পার্টিটা ব্যান্ড করেছিলাম, এটা তারা মাইন্ড করেছে।
বলে যে- এ লোক অস্থির, যেকোনো সময় আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে। কাজেই এর সঙ্গে আর আমরা জড়াবো না।’
রনি বলেন, ‘এ কথা ড. ইউনূস বলেছিলেন অনেক আগে। কিন্তু এখন আর তাকে সেই আজ থেকে ১৪ মাস আগে বা শেখ হাসিনার জামানাতে তাকে যেভাবে নেতা মেনেছিলেন এবং যেভাবে তার নৌকাকে আশ্রয় হিসেবে ধ্যান জ্ঞান করেছিলেন, এখন আর সেটা করছেন না। বরং সবাই টপাটপ করে নৌকা থেকে নেমে পড়েছেন। ফলে তিনি অনেকটা নিঃসঙ্গ, তিনি নীরব।’
‘নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, অবস্থা তত খারাপ হচ্ছে। এটাই বাস্তবতা। তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে যমুনার যে গুরুত্ব এটা সঙ্গে সঙ্গে শূন্য হয়ে যাবে। তো এই শূন্যতার যে সময়টি সেই সময়টি আর মাত্র এক মাস থেকে দেড় মাস। কাজেই ড. ইউনূসের যে নৌকা, সেটি কিন্তু একেবারে তীরের কাছে এসে গেছে। আর যে কজন যাত্রী এখনো পর্যন্ত তার নৌকাতে আছে, তারা যদি হুড়োহুড়ি করেন, তাহলে নির্ঘাত সে নৌকা ডুববে।’
আরপি/টিএ