এশিয়া কাপ থেকে ক্যারিয়ারের নতুন শুরু পেয়েছেন সাইফ। ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন নিয়মিতই। নজর কেড়েছে তার দৃষ্টিনন্দন ব্যাটিং। ম্যাচগুলোও খেলেছেন আবার সংযুক্ত আরব আমিরাতের মাঠে।
এবার প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন সাইফ। বাংলাদেশী টপ-অর্ডারের এই ব্যাটারকে দলে নিয়েছে দল অ্যাসপিন স্ট্যালিয়ন্স।
অন্যদিকে জাতীয় দলে বর্তমানে কিছুটা অনিয়মিত হলেও গতির ঝলকে আগেই ক্রিকেট বিশ্বের নজরে এসেছিলেন নাহিদ। গতির ঝড় তোলা এই পেসার দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলেন। এর আগে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলার অভিজ্ঞতা আছে। তাকে দলে নিয়েছে ভিস্তা রাইডার্স।
ড্রাফটের কয়েকদিন আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে দলে টেনেছে রয়্যাল চ্যাম্পস। অভিজ্ঞ এ তারকার সঙ্গে টি-টেন লিগের আগামী আসর মাতাবেন সাইফ ও নাহিদ।
আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে আবুধাবি টি-টেন। আট দলের এই টুর্নামেন্ট এর ফাইনাল হবে আগামী ৩০ নভেম্বর। টুর্নামেন্টের নবম আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে ভিস্তা রাইডার্স, অ্যাসপিন স্ট্যালিয়ন্স, রয়্যাল চ্যাম্পস, আজমান টাইটানস ও কোয়েটা ক্যাভালরি ফ্র্যাঞ্চাইজি। গত মৌসুমে খেলা খেলা ডেকান গ্লাডিয়েটর্স, দিল্লি বুলস ও নর্দার্ন ওয়ারির্সের সঙ্গে যোগ দিচ্ছে তারা।
এমআর/টিকে