জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা আতিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় আতিকের স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেন তিনি। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা আজমপুরে আতিকুল ইসলামের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।