লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ (বীরবিক্রম) বলেছেন, বাংলাদেশ গরিব নয়, এ দেশের রাজনীতিবিদরা দুর্নীতিবাজ। দেশ থেকে ১৩৪ বিলিয়ন ডলার পাচার না করা হলে ধনী রাষ্ট্র হিসেবে বিবেচিত হতো।
শনিবার (১৮ অক্টোবর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এলডিপির কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় অলি আহমদ বলেন, জুলাই সনদে যে বক্তব্যগুলো আছে, তা এখনই বাস্তবায়ন সম্ভব নয়। আগামী দিনে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন, তাদেরই এই সনদ বাস্তবায়ন করতে হবে। ভালো ও যোগ্য লোকদের সংসদে পাঠাতে পারলেই সুশাসন প্রতিষ্ঠিত হবে, মানুষ ন্যায়বিচার পাবে।
‘প্রতীক’ দেখে নয়, এখন ‘যোগ্যতা’ দেখে প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান এ বীর মুক্তিযোদ্ধা। এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সন্তান বিল্লাল মিয়াজি এই আসনে আমাদের প্রার্থী। তিনি অত্যন্ত সৎ ও ভালো মানুষ, তার পাশে থাকুন। বিএনপির সঙ্গে জোটগতভাবে নির্বাচনের বিষয়ে আমাদের আলোচনা চলছে। এই আসনটি বিল্লাল মিয়াজিকে দেওয়ার বিষয়ে আমরা তারেক রহমানের সঙ্গে কথা বলব।’
উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. মহিবউল্ল্যা খোকনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা এলডিপির সভাপতি অধ্যাপক কারিমা খাতুন, আইনবিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম মিলু, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক শ্রমিক দল নেতা এসএল আল মামুন, গণতান্ত্রিক ছাত্রদলের কাজী কামরুল ইসলাম প্রমুখ।
এসএস/টিএ