লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, জুলাই সনদের যে বক্তব্য ও কথাগুলো আছে, এগুলো বাস্তবায়ন করা সম্ভব না। আগামী দিন যে সরকার আসবে, যারাই নির্বাচিত হবে, তাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে।
গতকাল শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তরের নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কর্নেল অলি আহমেদ বলেন, ভালো মানুষ যেন সংসদে যায়। যারা মানুষের দুঃখ-দুর্দশা বুঝবে। মানুষের কষ্ট লাঘব করবে। সুশাসন প্রতিষ্ঠা হবে এবং মানুষ ন্যায়বিচার পাবে। তাহলেই আমাদের এই সংস্কারগুলো কাজে আসবে।
এনসিপির জুলাই সনদে স্বাক্ষর না করা প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে উপলব্ধি করতে হবে ভালো কাজে মতামত দেওয়া জরুরি। তারা বাহিরে থাকলে বাংলাদেশের যে আমূল পরিবর্তন হবে, এটা তেমন কিছু না। সবাই একসঙ্গে থাকলে ভালো, আর কেউ যদি ভিন্নমত পোষণ করে কোনো অসুবিধা নেই। জনগণ একসঙ্গে থাকলেই হবে।
এসময় আরও বক্তব্য দেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী ও মতলব এলডিপির সভাপতি আলাউদ্দিন প্রধান।
আরপি/টিকে