ইসিকে গনিমতের মাল হিসেবে ভাগ করে নিয়েছে : নাসিরুদ্দীন পাটোয়ারী

ইসিকে রুলস রেগুলেশনের মধ্যে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের রেখে যাওয়া গনিমতের মাল হিসেবে নির্বাচন কমিশনকে (ইসি) ভাগ করে নিয়েছে বিএনপি, জামায়াত ও উপদেষ্টারা।’


রবিবার (১৯ অক্টোবর) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘নির্বাচন কমিশনে আসতে আসতে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে। এই গণ-অভ্যুত্থানটা যে হলো, এখানে কিন্তু আওয়ামী লীগের অনেকগুলো এসেট তারা রেখে চলে গিয়েছিল। এই নির্বাচন কমিশনটা ১৫ বছর তারা নিজেদের মতো সাজিয়েছিল। এই যে তারা গনিমতের মালগুলো রেখে গিয়েছিল, সেই গনিমতের মাল উপদেষ্টা, বিএনপি, জামায়াত, সবাই ভাগ করে নিয়েছে। রাষ্ট্রের বর্তমান যা অবস্থা, এই ইলেকশন কমিশনও তারা গনিমতের মাল হিসেবে ভাগ করেছে। আর্মি এক ভাগ নিয়েছে, বিএনপি এক ভাগ নিয়েছে, জামায়াত এক ভাগ নিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা জনগণের একটা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে দেখতে চাই। এ জন্য আমরা ওনাদের বলেছি যে এটা তিন-চার দল বা আর্মির অথবা ডিজিএফআইয়ের একটা, আপনি গণিমতের মাল হিসেবে দেখবেন না, যে আওয়ামী লীগ রেখে গিয়েছিল, পুরা নির্বাচন কমিশন খালি। রুলস রেগুলেশনের মধ্যে আসতে হবে।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা কলঙ্কিত করার প্রচেষ্টা চালিয়েছিল তাদের আদালতের পর্যবেক্ষণে আনা হয়েছে এবং তাদের সেখানে তারা গৃহবন্দি হয়েছে। কিন্তু গত ১৫ বছরে সেসব ব্যক্তির মধ্যে যেমন জিয়াউল আহসান, উনিও এই নির্বাচন কারচুপি থেকে শুরু এই প্রতিষ্ঠানটা ধ্বংসের মধ্যে অন্যতম কারিগর ছিল। সেখানে তারও বিচারের কথা রয়েছে। তেমনিভাবে আজকে আমরা বলেছি গত ১৫ বছরে এখানে যারা নির্বাচন কমিশনে এসব কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ছিল, তাদের বিচারে আওতা আনানোর জন্য। কিন্তু ওনারা আমাদের যে উত্তরটা দিয়েছে নতুন কোনো রিক্রুটমেন্ট হয়নি।

ফলে ইন্টারচেঞ্জ করেছে। কিন্তু নির্বাচন কমিশন আগের যে পরিস্থিতিতে ছিল সেই পরিস্থিতিতে রয়েছে। এ বিষয়গুলো আমরা উল্লেখ করেছি। তাদের নজরে এনেছি।’

এনসিপির এই নেতা বলেন, ‘গণতান্ত্রিক যে যাত্রায় আমরা নির্বাচন কমিশনকে কোনো নির্দিষ্ট ধর্মের কাছে দিতে চাই না। কোনো ধর্মীয় রাজনৈতিক দলের কাছেও দিতে চাই না। অথবা কোনো ফ্যামিলির কাছেও আমরা এই নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না। আমরা চাই নির্বাচন কমিশনটা জনগণের হবে। এইজন্য আমরা জুতোর তলা ক্ষয় করে হলেও বারবার এই নির্বাচন কমিশনের কাছে আসি। আপনাদের সামনে দাঁড়াই। আমরা বলেছি যে নির্বাচন কমিশনকে স্বাধীন করুন। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে রাখুন।’

এমআর/এসএন  

Share this news on:

সর্বশেষ

img
পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Oct 19, 2025
img
সচিবরা মন্ত্রীর চেয়েও বেশি পাওয়ারফুল: সামান্তা শারমিন Oct 19, 2025
img

জাহেদ উর রহমান

এনসিপি কি ড. ইউনূসের ওপর হতাশার দায় চাপাচ্ছে? Oct 19, 2025
img
এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান সাদিক কায়েমের Oct 19, 2025
img
বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার বাংলাদেশ-কুয়েতের Oct 19, 2025
img
রাজধানীতে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার Oct 19, 2025
img
তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসছে ইসি Oct 19, 2025
img
জুলাইয়ের চেতনার কথা বলে ওরা দেশটাকে সংকটের মুখে ফেলেছে : নুর Oct 19, 2025
img
বাংলাদেশকে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে খেলার প্রস্তাব Oct 19, 2025
img
পালিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ উত্তর কোরীয় সেনার Oct 19, 2025
img
অস্কারের দৌড়ে ‘হোমবাউন্ড’, উচ্ছ্বসিত ইশান খট্টর Oct 19, 2025
মিরপুরে সিনেমা স্টাইলে ডাকাতি! ১০০ ভরি স্বর্ণ ও ৩২ লাখ টাকা লুট Oct 19, 2025
img
এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করতে রিট Oct 19, 2025
ঢাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে যা করবে ডাকসু, জানালেন জিএস ফরহাদ Oct 19, 2025
শিশুর নাম রাখার ক্ষেত্রে নবীজির নির্দেশনা | ইসলামিক জ্ঞান Oct 19, 2025
img
গুলশানে প্লট দখলের মামলায় সালাম মুর্শেদীর বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল Oct 19, 2025
img
ব্যথা ভুলে ফ্লোরে দিতিপ্রিয়া, বন্ধুর মতো পাশে জীতু Oct 19, 2025
img
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মতো কোনো শক্তি নেই : ফারুক Oct 19, 2025
img
অনেক দিন রান না পেলে মনে সন্দেহ ঢুকে পড়ে: ল্যাবুশেন Oct 19, 2025
img
অক্টোবরের ১৮ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৫৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার Oct 19, 2025